হরিয়ানা ভবনের সামনে ‘নাগরিক দ্রোহ’র ডাকে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
হরিয়ানায় কাজে যাওয়া বাংলার যুবক সাবির মল্লিক খুনের ঘটনায় ন্যায়-বিচারের দাবিতে কলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখাল ‘নাগরিক দ্রোহ’। গিরিশ পার্ক থেকে মিছিল করে হরিয়ানা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়ে ভবনের কর্তৃপক্ষের মাধ্যমে হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র জমা দিয়েছে তারা। গো-রক্ষক বাহিনী যে ভাবে হরিয়ানা-সহ বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে গণপিটুনি, হত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে ওই মঞ্চ। পাশাপাশি, যে ভাবে কাজের সুযোগ কমে যাওয়ায় ভিন্ রাজ্যে বাংলায় মানুষকে যেতে হচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন মঞ্চের নেতরা। বিক্ষোভে ছিলেন নওফেল মহম্মদ সফিউল্লা, অধ্যাপক সৌম্য শাহীন, মৃন্ময় সেনগুপ্ত, অনির্বাণ দাস প্রমুখ।