রাস্তায় নামছে আরও বাস। ছবি: পিটিআই।
যাত্রী স্বাচ্ছন্দের জন্য বৃহত্তর কলকাতায় আরও বেশি সংখ্যায় নামছে সরকারি বাস। আগামী সোমবার থেকেই অতিরিক্ত ৪০০ এসি এবং নন-এসি বাস চলবে। বেহালা, গড়িয়া, বারাসত, ব্যারাকপুর, সাঁতরাগাছি, জোকা, নৈহাটি, শ্রীরামপুর, হাবরা, টালিগঞ্জ, বালি থেকেহাওড়া স্টেশন,এসপ্ল্যানেড, বিবাদী বাগ বা সল্টলেক সেক্টর ফাইভের মধ্যেওই বাসগুলো চলাচল করবে। তার মধ্যে ২৪টি রুটে চলাচল করবে এসি বাস। রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে বিষয়টি টুইট করে জানানো হয়েছে শুক্রবার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তাঁর নির্দেশেই যাত্রী স্বাচ্ছন্দের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন এলাকার মধ্যে প্রতিদিন ১ হাজার থেকে ১২০০ সরকারি সরকারি বাস চলছে। রাজ্য পরিবহণ নিগমের ডিপোগুলো থেকে ঘন ঘন যাত্রী নিয়ে চলাচলও করছে বিভিন্ন রুটের বাস। আরও ৪০০ বাস পথে নামলে পরিষেবা আরও ভাল হবে বলে মনে করছেন পরিবহণ কর্তারা। এই ৪০০ বাসের মধ্যে ২০০টি এসি বাস বেসরকারি সংস্থা চালাবে পরিবহণ দফতের অনুমতি সাপেক্ষে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমও আরও ২০০ নন-এসি বাস চালাবে।
রাস্তায় যাতে বেশি সংখ্যায় বাস নামানো যায় সে দিকে নজর রাখছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি আগেই জানিয়েছিলেন, ধাপে ধাপে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতিটি রুটে যাত্রীদের কী সমস্যা হচ্ছে, তাঁরা বাস সঠিক সময়ে পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের কাছ থেকে সমস্যার কথা শুনে পদক্ষেপও করছে পরিবহণ দফতর।
আরও পড়ুন: বাংলা-সহ ৪ রাজ্যে অবস্থা ‘খুব খারাপ’, ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: ‘এত নির্লজ্জ ভাবে হিঁচড়ে নিয়ে যাওয়া হল দেহ!’ ফের তোপ রাজ্যপালের