বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মৃত্যু

নদী থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেলে রায়দিঘির হাজরা ঘেরির কাছে মৃদঙ্গভাঙা নদীতে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে সুশোভনরঞ্জন শীল (২৪) নামে ওই যুবকের দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়দিঘি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০০:৫৮
Share:

নদী থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেলে রায়দিঘির হাজরা ঘেরির কাছে মৃদঙ্গভাঙা নদীতে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে সুশোভনরঞ্জন শীল (২৪) নামে ওই যুবকের দেহ। তাঁর বাড়ি দমদমের প্রাইভেট রোড, অজয়নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশোভনের সঙ্গে বছরখানেক আগে একটি বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল রায়দিঘির হাজরা ঘেরির বুদ্ধেশ্বর মিস্ত্রির। তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন সুশোভন। সোমবার দুপুরে দুই বন্ধুকে নিয়ে রায়দিঘি এসেছিলেন। মঙ্গলবার সকালে নদী-লাগোয়া বাঁধের পাশে চার বন্ধু মদ্যপানে বসেন। তারপর আর খোঁজ মেলেনি সুশোভনের। বিষয়টি জানাজানি হয় এলাকায়। খবর পেয়ে পুলিশ বুদ্ধেশ্বর-সহ বাকি দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দাবি, বুদ্ধেশ্বর জানিয়েছেন, সুশোভন ও তিনি নদীতে নেমেছিলেন। সে সময়ে ভাটা চলছিল। কোমর সমান জল ঠেলে নদীর ও পারে পৌঁছন বুদ্ধেশ্বর। পিছন ফিরে দেখেন, বন্ধু বেপাত্তা। বুধবার বিকেলে নদীবাঁধ থেকে প্রায় ৩০ ফুট দূরে মাছ ধরা জালে আটকে পড়ে তাঁর দেহ। বুদ্ধেশ্বরের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে তাদের অনুমান, ভাটার টানে তলিয়ে গিয়েছিলেন সুশোভন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement