উলঙ্গ করে গুলি, অভিযোগ শিবুর পরিবারের 

তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নেই বলেই দাবি করেছেন। তাঁদের দাবি, জমি নিয়ে সাগরদীপের সঙ্গে শিবুর বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

গোসাবা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০১:৩৯
Share:

প্রতীকী ছবি

মারধরের পরে দু’পায়ে দু’টি গুলি করা হয়েছিল গোসাবার পাঠানখালির বিজেপি কর্মী শিবু ভুইঁয়াকে। বিজেপি করার ‘অপরাধে’ তৃণমূলের লোকজনই তাঁকে তুলে নিয়ে গিয়ে এই হাল করেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সাগরদীপ মৃধা-সহ তিন জন। শিবুর চিকিৎসা চলছে মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নেই বলেই দাবি করেছেন। তাঁদের দাবি, জমি নিয়ে সাগরদীপের সঙ্গে শিবুর বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ভাত খাওয়ার সময়ে সাগর ও তার অনুগামীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায় শিবুকে। দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর করে। শেষ পর্যন্ত দু’পায়ে দু’রাউন্ড গুলি চালানো হয়। শিবুর পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সুবিদ আলি ঢালির নির্দেশেই এই ঘটনা ঘটেছে। তাঁর নাম করেই তৃণমূল কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায় শিবুকে। শিবুর মা সহচরী বলেন, ‘‘আদিবাসী পাড়ার দিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওকে উলঙ্গ করে মারধর করে গুলি চালিয়ে দেয়। ছেলে বিজেপি করে বলেই এই হামলা।’’

Advertisement

সুবিদ অবশ্য বলেন, ‘‘আমার নাম করে কে কাকে ডেকে এনেছে জানি না। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই। সাগরদীপ-সহ যারা ধরা পড়েছে, তারা তৃণমূলের কর্মী নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement