সভাতে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র
দিন কয়েক আগে গাইঘাটার চাঁদপাড়ায় সভা করেছিলেন মুকুল রায়। শুক্রবার তার পাল্টা সভা করে নাম না-করে নানা ভাবে মুকুলবাবুকে বিঁধলেন তৃণমূল নেতারা।
এ দিন দুপুরে গাইঘাটা হাইস্কুলের মাঠে ওই সভায় উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূলের কয়েক জন সাংসদ, বিধায়ক। পরিবহণমন্ত্রী বলেন, ‘‘যাঁদের তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাঁদের বিজেপিতে তুলে আনা হচ্ছে। দেখবেন কোনও দিন মজিদ মাস্টারও বিজেপির নেতা হয়ে গিয়েছেন।’’ জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘সম্প্রতি একজন বিজেপির স্বঘোষিত নেতা হয়েছেন। তৃণমূলে খেলাম, ভোগ করলাম আর বিজেপিতে গিয়ে নেত্রীর নামে গালমন্দ করলাম। আপনারা ওঁদের ক্ষমা করবেন না। ওঁদের আর কোনও দিন দলে জায়গা হবে না।’’
এই সভা থেকে এই জেলায় কার্যত পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল। জেলা তৃণমূল কংগ্রেস কিসান ও খেতমজুর কমিটির প্রথম জেলা সম্মেলন উপলক্ষে এই সভা হয়। বক্তারা বিজেপির কঠোর সমালোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের কথাও মনে করিয়ে দেন তাঁরা। ভিড় হয়েছিল ভালই। দেখে খুশি হন তৃণমূল নেতারা। স্থানীয় নেতৃত্বের দাবি, আগে এই মাঠে দলের সভায় এত ভিড় কখনও হয়নি।