স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে হাবরা থেকে রাজু মৃধা নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, মৃতার বাবা হাসেম মণ্ডলের অভিযোগের ভিত্তিতে রাজুকে ধরা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতার বাবা ১০ ডিসেম্বর জামাইয়ের নামে খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রাজুকে ওই দিন গ্রেফতার করা হয়। রবিবার তাকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ ডিসেম্বর রাজু বাড়ির সামনেই এক জলসা দেখতে গিয়েছিল। রাত হয়ে যাচ্ছে দেখে তাঁর স্ত্রী ফতেমা মণ্ডল (২৪) তাকে বার বার ডাকতে যান। এরপরেই বাড়ি এসে রাজু তার স্ত্রীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ৮ ডিসেম্বর সকালে আগুন লাগে ওই বধূর গায়ে। প্রতিবেশীরা তাঁকে প্রথমে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। ১০ ডিসেম্বর সেখানে ফতেমার মৃত্যু হয়। এরপরেই তাঁর বাবা জামাইয়ের নামে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন।