নিজস্ব চিত্র
রবিবার বারাসতে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে এসে উপনির্বাচন নিয়ে বিরোধীদের সমস্ত কটাক্ষকে উড়িয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহার হাকিম। শুভেন্দু অধিকারীকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘‘শুভেন্দু অধিকারী কখন কোন দলে আছেন, তিনি নিজেই জানেন না। ওর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না।’’
রবিবার ফিরদাহ মন্তব্য করেন, ‘‘আমার মনে হয় বাকি আসনগুলিতেও উপনির্বাচন করে নিলেই হত। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রায়ে ২০০-এর বেশি আসনে জিতে ক্ষমতায় এসেছেন। কমিশন সেই রায়কে মর্যাদা দিতেই নির্বাচন করছে। এ ছাড়া একটি কেন্দ্র ছ’মাস বিধায়কহীন রাখা অসাংবিধানিক।’’
রবিবারের অনুষ্ঠানে ফিরহাদ ছাড়াও ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক চিরঞ্জিৎ।