নোট-বিভ্রাট: নিজস্ব চিত্র
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে রঙ লাগা, সাদা টাকা বেরনোয় সোমবার উত্তেজনা ছড়াল দেগঙ্গার বেড়াচাঁপায়। টাকা ভরতে আসা গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এটিএম কাউন্টারের শাটার ফেলে কর্মীদের আটকে রাখার চেষ্টা হয়। পরে পুলিশ এসে টাকা পাল্টানোর প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে দেগঙ্গার টাকি রোডের ধারে একটি এটিএম থেকে সুভাষ রায় নামে এক ব্যবসায়ী ৬ হাজার টাকা তোলেন। তাঁর দাবি, একটি ৫০০ টাকার নোট ছিল বিলকুল সাদা। আরও কয়েকটি টাকায় রঙ লেগে ছিল।
এটিএমটির পাশেই ব্যাঙ্ক। অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজার টাকা বদলে দিতে অস্বীকার করেন। সুভাষবাবু বলেন, ‘‘এটিএমের নিরাপত্তা রক্ষীর কথা মতো নোটগুলি নিয়ে ব্যাঙ্কে যাই। সেখানে কেউ টাকা পাল্টে দিতে চায়নি।’’
এই খবর ছড়িয়ে পড়তেই নোট পাল্টানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষ। সে সময়ে এটিএমে টাকা ভরতে আসেন কর্মীরা। তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। ইমতিয়াজ হোসেন নামে এক গ্রাহক বলেন, ‘‘প্রায়ই এ রকম টাকা এখান থেকে বের হয়। কোনও ব্যবস্থা নেওয়া হয় না।’’
পরে পুলিশ এবং এটিএমে টাকা ভরতে আসা কর্মীরা নোটগুলি দেখেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে টাকা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।