টুকরো খবর

জমি দখল করে পার্টি অফিস এবং দলীয় কর্মীদের দোকান ঘর করাকে কেন্দ্র করে তৃণমূল, বিজেপি এবং সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল সন্দেশখালির দুর্গামণ্ডপ পঞ্চায়েতের দাউদপুর হাটখোলায়। বৃহস্পতিবার সকালে সংঘর্ষ চলাকালীন প্রচুর গুলিবোমা ছোড়া হয়। ৬-৭ জন জখম হয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০২:০২
Share:

সন্দেশখালির গ্রামে বোমা-গুলি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

জমি দখল করে পার্টি অফিস এবং দলীয় কর্মীদের দোকান ঘর করাকে কেন্দ্র করে তৃণমূল, বিজেপি এবং সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল সন্দেশখালির দুর্গামণ্ডপ পঞ্চায়েতের দাউদপুর হাটখোলায়। বৃহস্পতিবার সকালে সংঘর্ষ চলাকালীন প্রচুর গুলিবোমা ছোড়া হয়। ৬-৭ জন জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় র্যাফের টহলদারি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাউদপুর হাটখোলায় যাওয়ার রাস্তার পাশে তৃণমূলের পার্টি অফিস করা হচ্ছিল। অভিযোগ, রাস্তার পাশের ইট তুলে কেবল পার্টি অফিস করাই নয়, দলীয় সমর্থকদের দোকান ঘরও করে দেওয়া হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে উত্তেজনা ছিল এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থতা বড় আকার নেয়। সন্দেশখালির বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দার বলেন, “সরকারি রাস্তা দখল করে তৃণমূল পার্টি অফিস এবং দোকান করছে। বাজার কমিটি তাতে বাধা দেয়। পুলিশ এলে তাদের সামনেই গুলি-বোমা ছোড়া হয়।” স্থানীয় তৃণমূল নেতা প্রকাশ মণ্ডল বলেন, “নদীর চর ভরাট করা জমিতে ঘর করতে গেলে সিপিএম এবং বিজেপি একজোট হয়ে বাধা দেয়। সরকারি জমি দখলের কোন প্রশ্নই ওঠে না।” সংঘর্ষে তাঁদের দু’জন আহত হয়েছেন বলে দাবি তৃণমূল নেতার। স্থানীয় কোনও বিজেপি নেতার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

কিশোরীকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বয়ারসিংহ গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শঙ্কর মণ্ডল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় অষ্টম শ্রেণির ওই কিশোরী বাড়িতে পড়াশোনা করছিল। সে সময়ে তার মা গিয়েছিলেন পাশের পুকুর ঘাটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শঙ্কর ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মেয়ের চিত্‌কারে ছুটে আসেন মা। তাঁকে ধাক্কা দিয়ে পালায় অভিযুক্ত যুবক। পরে ধরা পড়ে।

ডেকরেটর্স সমিতির সম্মেলন

কেন্দ্রীয় সরকারের চাপানো পরিষেবা কর এবং রাজ্য সরকারের দমকল বিভাগের ‘কালাকানুন’ বাতিলের দাবিতে সোচ্চার হল রাজ্য ডেকরেটর্স সমন্বয় সমিতি। সম্প্রতি বসিরহাট মহকুমা ডেকরেটর্স সমন্বয় সমিতির দু’দিনের সন্মেলন হয়। হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন উদ্যোক্তার। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement