ঘরছাড়া বিজেপি-র মহিলা প্রার্থী

বিজেপির বসিরহাট জেলার সভাপতি হাজারিলাল সরকার বলেন, ‘‘শাসকদল চাইছে, বিরোধীরা কেউ যেন প্রার্থী না হতে পারেন। সে কারণেই দিকে দিকে এমন তাণ্ডব চালাচ্ছে। মানুষ সুযোগ পেলে ব্যালট বক্সে এর উপযুক্ত জবাব দেবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সন্দেশখালি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০০:৩৫
Share:

ভাঙচুর: সন্দেশখালির গ্রামে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র

মনোনয়নপত্র জমা দেওয়ার ‘অপরাধে’ ঘর ছাড়তে হল মহিলা বিজেপি প্রার্থীকে। আরও অভিযোগ, তাঁর স্বামীকে অপহরণ করেছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement

সন্দেশখালি ২ জেলা পরিষদের ৪৭ নম্বর আসনে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পুষ্পিতা প্রামাণিক। তাঁর বাড়ি আতপুর গ্রামে। শাসকদলের লোকজন তাঁকে মনোনয়ন দিতে নিষেধ করেছিল বলে দাবি পুষ্পিতাদেবীর। কিন্তু তিনি কথা কানে তোলেননি। অভিযোগ, সে কারণে মঙ্গলবার তাঁর স্বামী লক্ষ্মণ প্রামাণিককে মারধর করে অপহরণ করা হয়। ওই দিনই তাঁদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে সর্বস্ব লুঠ করেও নিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও তাঁর স্বামী বুধবার সকালে ফিরে এসেছেন বলে দাবি পুলিশের। বাড়ি ভাঙচুর হওয়ার ফলে তাঁরা এখন এক আত্মীয়ের বাড়িতে থাকছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বুধবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনাড়া বুথে সিপিএম প্রার্থীর বাড়িতে। জনতা রুখে দাঁড়ালে হামলাকারীরা পিছু হটে। একজনকে ধরে ফেলে জনতা। গাছে বেঁধে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে পুলিশ এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে কোনও রকমে শান্ত করে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় মানুষের বক্তব্য, ‘‘যে ভাবে রাতে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা শুরু করেছে তা মেনে নেওয়া যায় না বলেই মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন।’’

Advertisement

বিরোধীদের দাবি, শাসকদলের গুন্ডা বাহিনীর আক্রমণের হাত থেকে রেহাই পেতে হাসনাবাদ ও সন্দেশখালি ১ ব্লকের ২টি জেলা পরিষদের আসনে বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেননি। বিরোধীদের দাবি, বাকি ব্লক থেকেও যেন বিরোধীরা প্রার্থী প্রত্যাহার করে, এখন তেমনটাই চাইছে তৃণমূল। সে কারণেই দিকে দিকে তাণ্ডব শুরু করেছে।

জেলিয়াখালি গ্রামের বিরোধী পক্ষের তরুণ মিস্ত্রি, জয়ন্ত মণ্ডল, অরুণ মিস্ত্রি, দেব মণ্ডল, তাপস মিস্ত্রি, সন্তোষ মিস্ত্রি, মানস মণ্ডল এবং দিলীপ গোস্বামীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে আতপুর এবং জেলিয়াখালি-সহ সন্দেশখালি ১ ও ২, হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের অনেকেই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁদের কথায়, ‘‘ত্রিস্তর নির্বাচনকে কেন্দ্র করে শাসকদল গ্রামে গ্রামে যে ভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে বাড়িতে থাকার সাহস হচ্ছে না।’’

বিজেপির বসিরহাট জেলার সভাপতি হাজারিলাল সরকার বলেন, ‘‘শাসকদল চাইছে, বিরোধীরা কেউ যেন প্রার্থী না হতে পারেন। সে কারণেই দিকে দিকে এমন তাণ্ডব চালাচ্ছে। মানুষ সুযোগ পেলে ব্যালট বক্সে এর উপযুক্ত জবাব দেবেন।’’

তৃণমূলের বসিরহাট লোকসভার আহ্বায়ক বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি বলেন, ‘‘দু’একটি ছোটখাটো ভুল হচ্ছে না, তা নয়। তবে যে ভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে, তা ঠিক নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement