Snake

মাছের জালে কালকেউটে, ১২ ফুটের বিষধর দেখে অতঙ্ক সুন্দরবনে

গৌড়েশ্বর নদী থেকে উদ্ধার হয় বিষধর কালকেউটে। মহিতোষ বেরা নামে এক মৎস্যজীবীর জালে ওঠে লম্বায় ১২ ফুট সাপটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তর ২৪ পরগনা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৮:০১
Share:

বিরল প্রজাতির কাল কেউটে। নিজস্ব চিত্র।

সুন্দরবনের গ্রামে মাছের সঙ্গে জালে উঠে এল কালকেউটে। উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের মাহমুদপুর গ্রামে আতঙ্কিত হয়ে ওঠেন বাসিন্দারা। পরে বন দফতরের কর্মীরা সাপটিকে নিয়ে যান।

Advertisement

জানা গিয়েছে, গৌড়েশ্বর নদী থেকে উদ্ধার হয় বিষধর কালকেউটে। মহিতোষ বেরা নামে এক মৎস্যজীবীর জালে ওঠে লম্বায় ১২ ফুট সাপটি। গায়ের কালো রং সোনালি অদ্ভুত ধরনের ছোপ।

জেলার সর্প বিশেষজ্ঞ রঞ্জিত মুখোপাধ্যায় বলেন, এটি বিরল প্রজাতির সাপ। দিক নির্ণয় ভুল করে সুন্দরবনের জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে নদীর খালে ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: সাড়ে তিনশো বছরের পুরনো মালদহের সব থেকে বড় পুজো এবার জৌলুসহীন

আরও পড়ুন: ট্রেন, স্টেশনে ব্যবসা করতে দেওয়ার দাবিতে আন্দোলনে হকাররা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement