Viral Video

হাতির পিঠে বাঁধা হয়েছে মানুষখেকো বাঘকে! বিরক্ত করছে জনগণ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয়েছে মানুষখেকো একটি বাঘকে। চুপ করে বসে রয়েছে সে। বাঘটির দু’পাশে বসে রয়েছেন দুই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৫২
Share:
Old Video of tiger being tied on the top of an elephant goes viral, Internet reacts

ছবি: এক্স থেকে নেওয়া।

হাতির পিঠে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে মানুষখেকো বাঘকে! বাঘটিকে দু’পাশে ধরে রেখেছেন দুই যুবক। এমনই এক ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে ভিডিয়োটি (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে নেটাগরিকদের একাংশের মতে ভিডিয়োটি অনেক পুরনো। সম্প্রতি তা আবার ভাইরাল হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয়েছে মানুষখেকো একটি বাঘকে। চুপ করে বসে রয়েছে সে। বাঘটির দু’পাশে বসে রয়েছেন দুই যুবক। বাঘটিকে ধরে রেখেছেন তাঁরা। এক যুবককে বাঘটির কান ধরে টানতে দেখা যায়। পাশাপাশি, পথচলতি মানুষদেরও বাঘটির পা ধরে টানতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘গুরু’ নামের এক্স হ্যান্ডল থেকে গত মঙ্গলবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ওই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটি দেখে সমালোচনার ঝড় উঠেছে। আইএফএস আধিকারিক পরভিন কাসওয়ান ভাইরাল ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘‘এটি ২০১১ সালের একটি পুরনো ঘটনা। উত্তরাখণ্ডের রামনগরে তোলা। বাঘটি ছয় জনকে মেরে ফেলেছিল। পরে কর্তৃপক্ষ তাকে ধরে ফেলেন। ওই বাঘটিকে সম্ভবত হাতির উপর চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ, বাঘটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, সেখানে গাড়ি ঢোকার অবকাশ ছিল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement