বুধবার যন্তরমন্তরে অবস্থানরত বিক্ষুব্ধ কুস্তিগিরদের সঙ্গে দেখা করলেন পিটি ঊষা। কিছু দিন আগেই ধর্নারত কুস্তিগিরদের সমালোচনা করেছিলেন তিনি। এ দিন তিনি দাবি করেন, তাঁর আগের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এ দিন যন্তরমন্তরে কুস্তিগিরদের সমর্থকদের বিক্ষোভের মুখেও পড়েন ঊষা। অন্য দিকে, বুধবার ধর্নাস্থলে র্যাফ ও সিআরপিএফের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।
১১ দিন ধরে রাজধানীতে ধর্নায় দেশের পদকজয়ী কুস্তিগিরেরা। যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরন সিংহের শাস্তির দাবিতে আন্দোলনে সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়াদের মতো ক্রীড়াবিদেরা। কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন কপিল দেব, সানিয়া মির্জা-সহ দেশের আরও অনেক খ্যাতনামা খেলোয়াড়।