‘আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো...’ ভালবাসলে একে অপরকে এ কথাই বলতে ইচ্ছে করে। আর যাঁদের একসঙ্গে পর্দায় দেখলেই মন ভাল হয়ে যায়, তাঁদের দেখেও এ কথাই বলে ওঠেন দর্শক। টেলিভিশনের প্রিয় জুটি, যাঁরা পর্দায় এলেই চোখ জুড়ায় সকলের। রিল লাইফের রসায়ন গড়িয়েছে রিয়েল লাইফেও।