সাইনা রানার্স

চিন ওপেন খেতাব রক্ষার লড়াইয়ের শেষ ধাপে এসে ব্যর্থ হলেন সাইনা নেহওয়াল। বিশ্বের দু’নম্বর ভারতীয় মেয়ে সেমিফাইনালে ওয়াং ইহানের মতো প্রাক্তন বিশ্ব সেরাকে ছিটকে দিয়েও ফাইনালে হেরে বসলেন সেই লি জুয়েরুইয়ের কাছে।

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০৩:৪৬
Share:

চিন ওপেন খেতাব রক্ষার লড়াইয়ের শেষ ধাপে এসে ব্যর্থ হলেন সাইনা নেহওয়াল। বিশ্বের দু’নম্বর ভারতীয় মেয়ে সেমিফাইনালে ওয়াং ইহানের মতো প্রাক্তন বিশ্ব সেরাকে ছিটকে দিয়েও ফাইনালে হেরে বসলেন সেই লি জুয়েরুইয়ের কাছে। যে চিনা তারকার সামনে এর আগে আরও ন’বার মাথা হেঁট হয়েছে তাঁর। শেষ চারে ওয়াংয়ের বিরুদ্ধে যে দাপট দেখান, তার ছিটেফোঁটাও এ দিন পাওয়া যায়নি সাইনার খেলায়। বরং আনফোর্সড এরর-এর বন্যা এল তাঁর র‌্যাকেট থেকে। বিশ্বের সাত নম্বর জুয়েরুইয়ের বিরুদ্ধে বিস্ময়কর ছন্দপতনে সাইনা হারলেন ১২-২১, ১৫-২১। এই নিয়ে এ বছর পাঁচটি ফাইনাল খেলে তিনটি হারলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement