মাঠে সমস্যায় স্প্যানিশ দৈত্যরা

রোনাল্ডোকে বেঞ্চে রেখে হারল রিয়াল

নতুন বছর শুরু হলেও জয় নেই রিয়াল মাদ্রিদের। বুধবার রাতেও সেই ধারা বজায় থাকল। কোপা দেল রে প্রথম পর্বের ম্যাচে আটলেটিকো মাদ্রিদের কাছে ০-২ হারতে হল রিয়ালকে। যে ম্যাচে তেষট্টি মিনিট পর্যন্ত রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। গুরুত্বপূর্ণ মাদ্রিদ-ডার্বিতে ফের্নান্দো তোরেস-সহ রাউল গার্সিয়া এবং গ্রিজম্যানকে নিয়ে আটলেটিকো আক্রমণ সাজান দিয়েগো সিমিওনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০৩:৪৬
Share:

নতুন বছর শুরু হলেও জয় নেই রিয়াল মাদ্রিদের। বুধবার রাতেও সেই ধারা বজায় থাকল। কোপা দেল রে প্রথম পর্বের ম্যাচে আটলেটিকো মাদ্রিদের কাছে ০-২ হারতে হল রিয়ালকে। যে ম্যাচে তেষট্টি মিনিট পর্যন্ত রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। গুরুত্বপূর্ণ মাদ্রিদ-ডার্বিতে ফের্নান্দো তোরেস-সহ রাউল গার্সিয়া এবং গ্রিজম্যানকে নিয়ে আটলেটিকো আক্রমণ সাজান দিয়েগো সিমিওনে। জবাবে বেঞ্জিমা-হামেস রদ্রিগেজকে প্রথম দলে রাখেন কোচ আন্সেলোত্তি।

Advertisement

ম্যাচের শুরুতে রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রেখে খুব বেশি আক্রমণ গড়তে পারেনি রিয়াল। ঘরের মাঠে আবার অন্য মেজাজে পাওয়া যায় আটলেটিকো প্লেয়ারদের। নিজভূমিতে ফিরে তোরেসকে যেমন ভয়ঙ্কর দেখল, পাশাপাশি আবার রাউল, গাবির মতো ফুটবলাররাও রিয়ালের রক্ষণ নাস্তানাবুদ করতে থাকেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে আটলেটিকোকে এগিয়ে দেন রাউল গার্সিয়া। এর পরেই রদ্রিগেজের পরিবর্তে নামেন রোনাল্ডো। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হন সিআর সেভেন। বরং হোসে গিমেনেজের গোলে ব্যবধান বাড়ায় আটলেটিকোই। গত রাতে হারলেও দ্বিতীয় পর্বে ঘরের মাঠে খেলায় ম্যাচের ভাগ্য পাল্টাতে পারবে রিয়াল, বিশ্বাস করছেন কোচ আন্সেলোত্তি। “আমরা কোপা দেল রে থেকে ছিটকে যাইনি এখনও। ঘরের মাঠে এখনও খেলা বাকি আছে।”

পরপর দুটো ম্যাচ হারলেও দলের পরিস্থিতিকে বিপর্যয় বলতে রাজি নন আন্সেলোত্তি। “দুটো ম্যাচ হেরেছি ঠিকই। কিন্তু বিপর্যয় বললে বাড়িয়ে বলা হবে। আমাদের দলে প্রতিভার অভাব নেই।” যদিও প্রথম দলে রোনাল্ডোকে না রাখায় বিতর্ক পিছু ছাড়েনি আন্সেলোত্তির। কিন্তু বার্সার মতো পরিস্থিতি না রিয়ালের, সেই কথাই পরিষ্কার করে দিয়েছেন আন্সেলোত্তি। অর্থাৎ ক্লান্তির জন্যই রোনাল্ডোকে ঝুঁকি নিতে চাননি তিনি। “ক্রিশ্চিয়ানো একটু ক্লান্ত ছিল। তাই ওকে পুরো ম্যাচে খেলাইনি। পেনাল্টির পরে আটলেটিকো রক্ষণ আরও জমাট করতে থাকে। চেষ্টা করেও গোল পেলাম না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement