নিজেদের দেশের পরিবেশ হাতের তালুর মতো চেনা, তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দেশের মধ্যে ভারতকে হারানোই সবচেয়ে কঠিন হবে বলে মনে করছেন শেন ওয়াটসন। ‘‘ওদের ঘরের মাঠে খেলা। স্বাভাবিক ভাবেই ওরা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে,’’ দুবাইয়ে একটি অনুষ্ঠানে বলেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার উদ্বোধনী পাকিস্তান সুপার লিগ খেলতে এখন দুবাইয়ে। এ দিকে, আইপিএল নিলামে প্রায় চার কোটিতে বিক্রি হওয়া কেভিন পিটারসেনের জায়গা হল না ইংল্যান্ড বিশ্বকাপ দলে। ১৫ জনের স্কোয়াডে স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস না থাকলেও আছেন চোট-বিধ্বস্ত পেসার স্টিভন ফিন। চমক বলতে হ্যাম্পশায়ারের আনকোরা অলরাউন্ডার লিয়াম ডসন। ২৫ বছরের বাঁ-হাতি স্পিনার সাতটা প্রথম শ্রেণির সেঞ্চুরির মালিক এবং বোলিংয়েও প্রভাব ফেলেছেন।