ডাচরা আজ আবার ফিরছে পুরনো ছকে

নতুন ফর্মেশনে খেলে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই ৫-১ গোলে দর্পচূর্ণ করলেও বুধবার নেদারল্যান্ডস কোচ লুই ফান গল ডাচদের চিরাচরিত ৪-৩-৩ ছকে ফিরে যেতে পারেন বলে জানাচ্ছেন। অস্ট্রেলিয়ার মতো বিশ্ব ফুটবলের দুধভাত দলের বিরুদ্ধেও এতটুকু হাল্কা দিতে চান না ফান পার্সি-রবেন-স্নাইডারদের পোড়খাওয়া কোচ। কিংবদন্তি ডাচ ফুটবলার জোহান ক্রুয়েফের গতকালই লেখা সাপ্তাহিক কলাম নিশ্চয়ই ফান গলের চোখ এড়ায়নি। হয়তো সে জন্যই তিনি আরও সতর্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০৩:৫২
Share:

পোর্তো আলেগ্রের প্র্যাকটিসে ফান পার্সিরা। মঙ্গলবার। ছবি: রয়টার্স

নতুন ফর্মেশনে খেলে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই ৫-১ গোলে দর্পচূর্ণ করলেও বুধবার নেদারল্যান্ডস কোচ লুই ফান গল ডাচদের চিরাচরিত ৪-৩-৩ ছকে ফিরে যেতে পারেন বলে জানাচ্ছেন। অস্ট্রেলিয়ার মতো বিশ্ব ফুটবলের দুধভাত দলের বিরুদ্ধেও এতটুকু হাল্কা দিতে চান না ফান পার্সি-রবেন-স্নাইডারদের পোড়খাওয়া কোচ। কিংবদন্তি ডাচ ফুটবলার জোহান ক্রুয়েফের গতকালই লেখা সাপ্তাহিক কলাম নিশ্চয়ই ফান গলের চোখ এড়ায়নি। হয়তো সে জন্যই তিনি আরও সতর্ক। প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ আর্মাডাকে ডুবিয়ে দেওয়ার উচ্ছ্বাসে আদৌ ভাসছেন না। বরং বলছেন, “দ্বিতীয় ম্যাচে জিতলে তবেই প্রথম ম্যাচ জয়ের গুরুত্ব থাকবে আমাদের কাছে। কারণ সে ক্ষেত্রে পরের রাউন্ডে উঠব। নইলে তো শেষ ম্যাচের দিকে টেনশন নিয়ে তাকিয়ে থাকতে হবে আমাদের।”

Advertisement

ক্রুয়েফ ফান গলের দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, “স্পেনের বিরুদ্ধে স্কোরলাইনটা সত্যিই অসাধারণ। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে, বিশ্বকাপে রোজ রোজ এমন স্কোরলাইন হয় না। নেদারল্যান্ডসেরও হবে না। সেটা মাথায় রেখে আমাদের টিমের প্রত্যেক ছেলেকে দু’টো পা-ই মাটিতে রেখে চলতে হবে। উচ্ছ্বাসে ভেসে গেলে বিপদ আছে। শুধু স্পেনকে উড়িয়ে দিয়েই ট্রফি জেতা যাবে না।” রবেনদের ৫-১ জয়কে ‘দুর্ধর্ষ’ বলার পাশাপাশি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রুয়েফ স্পেনের সে দিনের খেলাকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেছেন। “এটাই সত্যি যে, স্পেনই সে দিন নেদারল্যান্ডসকে খেলতে দিয়েছিল। নইলে দু’টো হেভিওয়েট দলের লড়াইয়ে এ রকম একটা রেজাল্ট সাধারণত হয় না।”

অবশ্য স্পেন ম্যাচের নায়ক রবিন ফান পার্সির মন্তব্যে বোঝা যাচ্ছে, ক্রুয়েফ বা ফান গলের আশঙ্কার বিশেষ কারণ নেই। ডাচ অধিনায়কও বলেছেন, “বিশ্বকাপের সবে তো শুরু। আরও অনেক অঘটন ঘটবে, চমক দেখা যাবে নিশ্চয়ই। সে জন্য স্পেনের বিরুদ্ধে একটা অসাধারণ জয়েই আমরা ভেসে যাচ্ছি না। বুধবার আর একটা দিন, অস্ট্রেলিয়া আর একটা নতুন ম্যাচ এ রকম ভেবে নিয়েই আমরা পরের ম্যাচে খেলব।” সতীর্থ রবেনের ভূয়সী প্রশংসা করে ফান পার্সি বলেছেন, “স্পেনের বিরুদ্ধে রবেনের একটা গোলের সময় ও যে ভাবে সের্জিও র্যামোসকে ঝড়ের গতিতে পিছনে ফেলে দিয়েছিল, ও রকম গতি স্প্রিন্টারদের দেখা যায়।” বলাবলি হচ্ছে, ওই মুহূর্তে রবেনের গতি ছিল ঘণ্টায় ৩৭ মাইল। যা নাকি বিশ্বকাপের কোনও ম্যাচে দ্রুততম গতির অ্যাটাক।

Advertisement

জাভি-ইনিয়েস্তাদের বিরুদ্ধে নেদারল্যান্ডসের অপ্রত্যাশিত ৩-৫-২ ছক নিয়ে ফুটবলমহলে এখনও চর্চা চলেছে। বলাবলি হচ্ছে, ফান গলের এই একটা মোক্ষম চালে মাত হয়ে গিয়েছেন বিশ্বকাপ এবং ইউরো কাপ চ্যাম্পিয়ন কোচ ভিসেন্তে দেল বস্কি। অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন ডাচ কোচ ফান গল কিন্তু সাফ বলেছেন, “সে দিন হাফটাইমের আগে ফান পার্সি ১-১ না করলে আমি হয়তো দ্বিতীয়ার্ধে আমাদের স্বাভাবিক ৪-৩-৩ ফর্মেশনে ফিরে যেতাম। আসলে তিন জন অ্যাটাকার নিয়ে খেললে আমাদের উইঙ্গাররা বিপক্ষের সাইড ব্যাকদের একটু বেশিই তাড়া করে থাকে। যেটা আমার মতে সময়ের অপচয়। স্পেনকে তিন অ্যাটাকারে খেলে আরওই হারানো যেত না। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আশা করি, আমাদের চিরাচরিত ৪-৩-৩ ছকে খেলেও জেতা সম্ভব হবে। সে জন্য পরের ম্যাচে দরকারে আমাদের টিমকে স্বাভাবিক ফর্মেশনে খেলতে দেখা গেলেও যেতে পারে। হয়তো সেটাই হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement