ওয়ার্নের সংস্থা ‘আক্রান্ত’

শেন ওয়ার্নের ‘লুকোনোর কিছু নেই’। কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনারের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে সদ্য তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের প্রশাসন। আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নথি জমা না দিতে পারায়। যা জমা দেওয়ার কথা ছিল গত বছরের শেষের দিকে। ওয়ার্ন তদন্ত নিয়ে বলেছেন, ‘‘যে কেউ আমাদের রেকর্ড দেখতে পারেন। গত বারো বছর ধরে আমরা কী করেছি।

Advertisement
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ১২:৩২
Share:

শেন ওয়ার্নের ‘লুকোনোর কিছু নেই’। কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনারের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে সদ্য তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের প্রশাসন। আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নথি জমা না দিতে পারায়। যা জমা দেওয়ার কথা ছিল গত বছরের শেষের দিকে। ওয়ার্ন তদন্ত নিয়ে বলেছেন, ‘‘যে কেউ আমাদের রেকর্ড দেখতে পারেন। গত বারো বছর ধরে আমরা কী করেছি। আমাদের লুকোনোর কিছু নেই। কিছু না করেও আমরা আক্রান্ত। নিজের দেড় লক্ষ ডলার দিয়েছি সংস্থায়। বদলে কানাকড়িও নিইনি। সঙ্গে দিনে চার-পাঁচ ঘণ্টা সময়ও দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement