আসন্ন এশিয়া কাপে মহম্মদ শামির প্রধান অস্ত্র কী?
ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার গতি নয়। রিভার্স সুইং নয়। বর্তমান ভারতীয় দলের এক নম্বর পেসার জানিয়ে দিচ্ছেন, স্লোয়ার বাউন্সার।
“সীমিত ওভারের ম্যাচে অনেক বেশি কাজে আসে স্লোয়ার বাউন্সার। বিশেষ করে ডেথ ওভারে। আপাতত সেটাই আমি আয়ত্তে আনার চেষ্টা করছি। বেশি করে খাটছি এখন স্লোয়ার বাউন্সার নিয়ে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপে স্লোয়ার বাউন্সার ভালই কাজে আসবে বলে মনে হয়। গতি তো আমার এমনিই আছে। সঙ্গে স্লোয়ার বাউন্সারটা ম্যানেজ করতে পারলে উপমহাদেশে সেটা কাজে দেবে,” শুক্রবার বলে দিলেন শামি। যিনি আর দিন কয়েক পরই ভারতীয় টিমের সঙ্গে উড়ে যাচ্ছেন এশিয়া কাপ খেলতে। যেখানে আবার ভারতীয় দলে মোটামুটি সবাই আছেন, শুধু অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বাদে।
যে খবরে বিশেষ চিন্তিত নন শামি। বরং বাংলা পেসারের মনে হচ্ছে, বিরাট কোহলির নেতৃত্বে ভালই করবে ভারত। বলছিলেন, “বিরাটের নেতৃত্বে আমি আগেও খেলেছি। আমাদের মতো তরুণ টিমকে লিড করার জন্য একেবারে আদর্শ অধিনায়ক। যেমন আগ্রাসী, তেমন আগুনে। আর ধোনিকে ছাড়াও ভারতীয় দল আগে টুর্নামেন্টে নেমেছে। মনে আছে, জিম্বাবোয়ে সফরে যখন গিয়েছিলাম, তখন ধোনি সিরিজটায় খেলেনি। বিরাট ক্যাপ্টেন ছিল। জিতেছিলাম তো আমরা।” সঙ্গে তাঁর সংযোজন, “তবে এটা ঠিক যে মিডল অর্ডারে ধোনির অভিজ্ঞতাকে মিস করব আমরা।”
পাশাপাশি আইপিএলে কেকেআরে না খেলতে পারা নিয়ে যেমন দুঃখ আছে শামির, তেমন তিনি উত্তেজিতও গ্যারি কার্স্টেনের দিল্লিতে থাকতে পারবেন বলে। বলে দিচ্ছেন, “আশা করছি, কার্স্টেন, এরিক সিমন্সের থেকে ওখানে অনেক কিছু শিখতে পারব। আর কেকেআরে যতটা দিতাম, দিল্লিতেও ঠিক ততটাই দেব। আমি কেন, বাংলা থেকে যারা দিল্লি ডেয়ারডেভিলসে গেল আমি নিশ্চিত তারা সবাই সেটা দেবে।”