শিল্ড পিছিয়ে হবে পরের বছর

এগিয়ে আনা হচ্ছে ফেডারেশন কাপ

আইএফএ শিল্ড নিয়ে এ বারও চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হল! এত দিন ঠিক ছিল বিশ্বকাপ শেষ হওয়ার দু’দিনের মধ্যেই শুরু হবে টুর্নামেন্ট। মরসুম শুরুর টুর্নামেন্ট হিসাবে। সোমবার বিকেলে হঠাৎ-ই জানিয়ে দেওয়া হল জুলাইয়ের বদলে শিল্ড পিছিয়ে যাচ্ছে ২০১৫-র মে মাসে। গত মরসুমেও শিল্ডে বিদেশি দল আনা নিয়ে চূড়ান্ত ল্যাজেগোবরে হয়েছিল রাজ্য সংস্থা। নানা নাটক হয়েছিল। কোনও মতে জোড়াতালি দিয়ে শেষ হয়েছিল টুর্নামেন্ট। আর এ বার তো ফেডারেশনের দেওয়া সময়ে শিল্ড করতেই ব্যর্থ আইএফএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ০৫:৫৯
Share:

আইএফএ শিল্ড নিয়ে এ বারও চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হল! এত দিন ঠিক ছিল বিশ্বকাপ শেষ হওয়ার দু’দিনের মধ্যেই শুরু হবে টুর্নামেন্ট। মরসুম শুরুর টুর্নামেন্ট হিসাবে। সোমবার বিকেলে হঠাৎ-ই জানিয়ে দেওয়া হল জুলাইয়ের বদলে শিল্ড পিছিয়ে যাচ্ছে ২০১৫-র মে মাসে।

Advertisement

গত মরসুমেও শিল্ডে বিদেশি দল আনা নিয়ে চূড়ান্ত ল্যাজেগোবরে হয়েছিল রাজ্য সংস্থা। নানা নাটক হয়েছিল। কোনও মতে জোড়াতালি দিয়ে শেষ হয়েছিল টুর্নামেন্ট। আর এ বার তো ফেডারেশনের দেওয়া সময়ে শিল্ড করতেই ব্যর্থ আইএফএ। কেন হঠাৎ শিল্ড পিছোনোর সিদ্ধান্ত? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন “যাদের সঙ্গে সম্প্রচারের চুক্তি রয়েছে তারাই জুলাইয়ে শিল্ড করতে চাইছে না। এত কম সময়ে বিপণনের কাজ হবে না বলে। সামনের বছর বড় করে শিল্ড করতে চাইছে ওরা।” তবে সূত্রের খবর, জুলাইয়ে শিল্ড না হওয়ার পেছনে দু’টি বড় কারণ রয়েছে। ১) টাকার অভাব। শিল্ডের জন্য স্পনসর জোগাড় করতে পারেনি আইএফএ। ২) আন্তঃরাজ্য ফুটবলারদের ছাড়পত্র ও অন লাইন সই নিয়ে সমস্যা। উৎপলবাবু অবশ্য দু’টোই অস্বীকার করেছেন।

শিল্ড পিছিয়ে যাওয়ায় ভারতীয় ফুটবলের পুরো ক্যালেন্ডারই এলোমেলো হয়ে যাবে। শোনা যাচ্ছে নতুন সূচিতে ফেড কাপ ডিসেম্বরে এগিয়ে আসছে। সম্ভবত এ বার ফেড কাপ গোয়ায় হবে। সে ক্ষেত্রে আই লিগ শুরু হবে জানুয়ারিতে। সেপ্টেম্বরে আইএসএল হওয়ার কথা। সে জন্যই এ বার আই লিগ দেরি করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। আগের সূচি অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আই লিগ হওয়ার কথা ছিল। আর আই লিগ শেষ হওয়ার পর মে মাসে ফেড কাপের জন্য সময় ধার্য করা হয়েছিল। ফেডারেশ কর্তা এবং ফেড কাপের দায়িত্বে থাকা অনিল কামাথ দিল্লি থেকে ফোনে বললেন, “ফেড কাপ সম্ভবত ডিসেম্বরে এগিয়ে আসছে। সে ক্ষেত্রে আই লিগ হবে জানুয়ারিতে।”

Advertisement

শিল্ড পিছিয়ে গেলেও ৩ অগস্ট থেকে কলকাতা লিগের মূল পর্ব শুরু হয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান সম্ভবত সেপ্টেম্বরে মাঠে নামবে। যখন চলবে আইএসএল। কলকাতা লিগের প্রাথমিক পর্বের খেলা অবশ্য আজ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে। লিগ খেলতে নামার আগে আন্তঃ রাজ্য ফুটবলারদের ছাড়পত্র না আসায় সমস্যায় পড়েছে ক্লাবগুলো। জুলাইয়ে শিল্ড হলে ইস্টবেঙ্গল, মোহনবাগানকেও কিন্তু একই সমস্যায় পড়তে হত। শিল্ড পিছিয়ে যাওয়ায় মোহনবাগানের অনুশীলনও একবেলা করে দিয়েছেন টিডি সুভাষ ভৌমিক। তিনি নিজে বিশ্বকাপে বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন। ফুটবলাররাও খেলা দেখতে পারছেন। ফলে বাগানেও বিশ্বকাপ ঢুকে পড়েছে পুরোদমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement