ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মরসুমের ঢাকে ভাল ভাবে কাঠি পড়ার আগেই ক্রিশ্চিয়ানে রোনাল্ডো একের পর এক খবরের শিরোনামে। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে ক্লাবকে নতুন মরসুমের প্রথম ট্রফি এনে দেওয়ার দিন সিআর সেভেনের তাঁর সতীর্থদের সঙ্গে দাঁড়ানোর পোজ নিয়েও মিডিয়ায় এখন সচিত্র প্রতিবেদন! রোনাল্ডোর বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ানো নিয়েই সোশ্যাল সাইটগুলোতে মতামতের ঝড়।
ইউরোপিয়ান সুপার কাপ জিতেই আবার রোনাল্ডোর হুঙ্কার, চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে রিয়াল এ মরসুমে ট্রফি নিজেদের দখলে রেখে ইতিহাস গড়তে পারে। সেই ক্ষমতা বেল-বেঞ্জিমা-ক্রুজ-রদ্রিগেজের দলের আছে।
পাশপাশি এ দিনই টানা চার বার রোনাল্ডো উয়েফার ইউরোপিয়ান অঞ্চলের সেরা ফুটবলারের তিন জনের চূড়ান্ত ‘শর্ট লিস্ট’-এ ঢুকে পড়লেন। ২০১১-১২ মরসুম থেকে এই পুরস্কার চালু হয়েছে। রোনাল্ডোর হাতে কোনও বার সেরার ট্রফি না উঠলেও (প্রথম তিন বারের বিজয়ী রিবেরি, ইনিয়েস্তা ও মেসি) ব্যালন ডি’অরের বর্তমান মালিক প্রতি বারই উয়েফার চূড়ান্ত তিন দাবিদারের তালিকায় আছেন। এ বার তাঁর বাকি দুই সঙ্গী বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়্যার এবং তাঁর ক্লাব সতীর্থ আর্জেন রবেন। নয়্যার-ই প্রথম গোলকিপার যিনি এই পুরস্কারের চূড়ান্ত শর্ট লিস্টে জায়গা পেলেন।
তবে নয়্যারের বায়ার্ন নয়, রোনাল্ডোর মতে, রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব অটুট রাখার লড়াইয়ে এ বার প্রধান কাঁটা হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলো। ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল— এই চার ইপিএলের দল এ বারের চ্যাম্পিয়ন্স লিগে আছে। “রিয়াল মাদ্রিদ আশা করি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দল হবে যারা এই ট্রফি নিজেদের দখলে এ বার রেখে দেওয়ার কৃতিত্ব দেখাবে”, বলেছেন রোনাল্ডো।” উল্লেখ্য, ইউরোপিয়ান লিগের নাম চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর কোনও দল উপর্যুপরি দু’বার এখনও জিততে পারেনি। “সেটাই আশা করি এ বার রিয়াল করে দেখাবে,” বলে রোনাল্ডো আরও যোগ করেন, “হয়তো আমাদেরই সেটা করার ক্ষমতা আছে। কিন্তু আমাদের ক্লাব এ মরসুমে আরও যে সব বিশ্বমানের ফুটবলার কিনেছে— হামেস (রদ্রিগেজ), টনি (ক্রুজ), নাভাস— ওরা দলের শক্তি আরও অনেকটাই বাড়িয়ে তুলবে। আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করবে। আমাদের দলের মান নিয়ে আমি দারুণ খুশি। দুর্দান্ত দল এ বার আমাদের। যারা সব ট্রফি জেতার ক্ষমতা রাখে এবং সেই লক্ষ্যেই প্রতিটা টুর্নামেন্টে নামবে।”
যদিও সঙ্গে সাবধানবাণীও দিচ্ছেন রোনাল্ডো। “অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ দলও আছে। ওরা সব সময় শক্তিশালী হয়। দেখা যাক, টুর্নামেন্ট শুরু হওয়ার সময় ওরা কোন ফুটবলারদের কেনে।” নতুন মরসুমের প্রথম ট্রফি জেতার জন্য রোনাল্ডো আবার বিশেষ কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ গ্যারেথ বেল-কে। “বেল নিজের শহরের মাঠে ওই রাতে অসাধারণ খেলেছে। ওকে ওই ম্যাচে একই সঙ্গে দুর্দান্ত শক্তিশালী, গতিশীল, টিমের এক জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার লেগেছে। ওর খেলায় আমি মুগ্ধ।”