জিততে হলে বাংলাদেশকে আজ কী কী করতে হবে

মুস্তাফিজুরের চোট তাঁকে দেশে ফিরে দলে যোগ দিতে বাধ্য করেছে। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটাও ভালই করেছিলেন বাঁহাতি। আজ তামিমের একটা ইনিংস ম্যাচের রং বদলে দিতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১২:২৯
Share:

১. ওপেনে তামিম ব্লাস্ট:

Advertisement

মুস্তাফিজুরের চোট তাঁকে দেশে ফিরে দলে যোগ দিতে বাধ্য করেছে। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটাও ভালই করেছিলেন বাঁহাতি। আজ তামিমের একটা ইনিংস ম্যাচের রং বদলে দিতে পারে।

২. জবরদস্ত ফিল্ডিং:
স্লিপে দু একটা ক্যাচ ফেললেও পুরো সিরিজেই দারুন ফিল্ডিং করেছেন বাংলাদেশ। ১১টা বাঘ যদি স্বমহিমায় মাঠ দাপিয়ে ফিল্ডিং করতে পারে, তা হলে বিরাটদের উপর চাপ বাড়তে বাধ্য।

Advertisement


৩. কার্যকর মিডল অর্ডার:
তামিম-সৌম্যর জুটি ব্যর্থ হলে মিডল অর্ডারে হাল ধরার লোক চাই। এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে সাব্বির, মাহমুদুল্লাহদের। ফর্মে থাকা সাব্বিরদের কাছ থেকে ভাল কিছুর আশা করাই যায়।


৪. পেসারদের বিধ্বংসী ফর্ম:
গোটা সিরিজে অসাধারণ বোলিং করেছেন তাসকিন-আল আমিনরা। এ বার প্রয়োজন একটা ফাইনাল স্পেলের।

ইতিহাস ডাকছে মাশরফিদের। ব্যাস চাই একটা ভাল পারফরম্যান্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement