টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিশ্রী পারফরম্যান্সের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস।
বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে আর কোনও দলকে হারাতে পারেননি শাহিদ আফ্রিদিরা। ভারত ছাড়াও হারতে হয়েছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কাছে। পাকিস্তানের এই পারফরম্যান্সে প্রচণ্ড ক্ষুব্ধ সমর্থকরা। এতটাই যে লাহৌর বিমানবন্দরে টিম ফেরার পর প্রচুর সমর্থককে ‘শেম শেম’ বলে চিৎকার করতেও দেখা যায়। এ দিন পাক বোর্ডের সদর দফতর লাহৌরে সাংবাদিক বৈঠকে ওয়াকার বলেন, ‘‘আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি।’’ প্রাক্তন কিংবদন্তি পাক পেসার ২০১৪-তে দ্বিতীয় বার জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার কথা মে মাসে। ক্ষমা চাওয়ার পাশাপাশি এ দিন ওয়াকার বলেন, ‘‘যদি আমি সরে গেলে যদি ভাল হয় তা হলে দেরি না করে আমি সেটা করতে প্রস্তুত।’’
আফ্রিদিদের এই পারফরম্যান্সের পর গত সপ্তাহে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দেশের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোয় ব্যাপক রদবদলের ডাক দিয়েছিলেন। তাদের সুরেই সুর মিলিয়ে ওয়াকার ২০০৯-এ জঙ্গি হামলার পর পাকিস্তানে কোনও বিদেশি দলের না যাওয়ার প্রসঙ্গ তুলে আরও বলেন, ‘‘দেশে যখন কোনও ক্রিকেট হচ্ছে না তখন তার ভীতটা নিশ্চিত ভাবেই দুর্বল হয়ে যায়।’’
পাকিস্তানের মিডিয়া আবার জানাচ্ছে এ দিন ওয়াকার সঙ্গে আরও বলেছেন, ‘‘আমাদের তারকা নয়, দরকার নায়কের।’’