ইংল্যান্ড নিয়েও আশাবাদী লক্ষ্মণ

 লক্ষ্মণ বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় ভারতের পারফরম্যান্স অসাধারণ। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ইংল্যান্ডেও আমরা ভাল ফল করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০৪:১৪
Share:

ক্লাস: ভিশন ২০২০ শিবিরে ভিভিএস লক্ষ্মণ। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বিরাট কোহালি-দের পারফরম্যান্স নজর কেড়েছে তাঁর। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে সিএবির ‘ভিশন ২০২০’ ক্যাম্প শুরু হয়েছে সোমবার। প্রথম দিন অনুশীলন শেষে এ কথাই জানালেন ভারতীয় ক্রিকেটের ‘ভেরি ভেরি স্পেশ্যাল’।

Advertisement

লক্ষ্মণ বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় ভারতের পারফরম্যান্স অসাধারণ। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ইংল্যান্ডেও আমরা ভাল ফল করব।’’

টেস্টে উন্নত পারফরম্যান্সের জন্য কাউন্টি খেলার প্রয়োজনীয়তা সম্পর্কেও জানালেন তিনি। লক্ষ্মণের মতে, ইংল্যান্ডের পরিবেশে ভাল খেলতে গেলে টেকনিকের পাশাপাশি প্রয়োজন সঠিক মানসিকতা। যা কাউন্টি খেলার মাধ্যমে অনেকটাই তৈরি হয়। বলেন, ‘‘আগে কাউন্টি খেলার অনেক সময় থাকত। কিন্তু এখন ক্রিকেটারদের অনেক বেশি টুর্নামেন্ট খেলতে হয়। কাউন্টি খেলার জন্য ফাঁকা সময় পাওয়া যায় না। কাউন্টি খেললে টেকনিকের পাশাপাশি মানসিকতায় বেশ পার্থক্য লক্ষ্য করা যায়।’’

Advertisement

এ বছর জুনের বদলে মার্চেই শুরু হয়েছে সিএবির ‘ভিশন ২০২০’ প্রকল্প। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। লক্ষ্মণের থেকে ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ প্রশিক্ষণ পাওয়ার লক্ষ্যে উপস্থিত ছিলেন অভিষেক রামন, বি. অমিত, ঋত্বিক চট্টোপাধ্যায়, অগ্নিভ পান-রা। তবে গত বছরের থেকে এ বছরে অনেকটাই উন্নতি করেছেন তাঁরা, মত লক্ষ্মণের। পাশাপাশি জাতীয় পর্যায়ে অভিমন্যু ঈশ্বরন-এর পারফরম্যান্সে তিনি মুগ্ধ। তাঁর মতে বঙ্গ ক্রিকেটের উন্নতির অন্যতম উদাহরণ ঈশ্বরন। বলেন, ‘‘ঈশ্বরনের মতোই বাংলা থেকে জাতীয় পর্যায়ে আরও ক্রিকেটার উঠে আসবে। সেই লক্ষ্যেই সৌরভ (গঙ্গোপাধ্যায়) এই প্রকল্প চালু করেছিল। তা ছাড়া ঈশ্বরন যে ভাবে কঠোর পরিশ্রম করতে পারে তা সত্যি প্রশংসনীয়।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘এ বছর রামন, ঋত্বিক, অমিত অনেকটাই পরিণত হয়ে উঠেছে। কে বলতে পারে, ২০২০ সালে রঞ্জি ট্রফিতে এরা বাংলার নায়ক হয়ে উঠবে না?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement