সব টেস্টই ডিউক বলে হোক, মত কোহালির

বিভিন্ন দেশে যে বিভিন্ন বলে টেস্ট ক্রিকেট খেলা হয়, সেটা পছন্দ নয় বিরাট কোহালির। ভারত অধিনায়ক পরিষ্কার জানাচ্ছেন, সব দেশেই ‘ডিউক’ বলে টেস্ট খেলা হোক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৪:৩৯
Share:

উড়ন্ত: স্লিপ ক্যাচিং অনুশীলনে মগ্ন বিরাট কোহালি। পাশে কে এল রাহুল। বৃহস্পতিবার হায়দরাবাদে ভারতের নেটে। আজ, শুক্রবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। সিরিজে ভারত এগিয়ে ১-০। ছবি: পিটিআই।

বিভিন্ন দেশে যে বিভিন্ন বলে টেস্ট ক্রিকেট খেলা হয়, সেটা পছন্দ নয় বিরাট কোহালির। ভারত অধিনায়ক পরিষ্কার জানাচ্ছেন, সব দেশেই ‘ডিউক’ বলে টেস্ট খেলা হোক।

Advertisement

আজ, শুক্রবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। যে ম্যাচ খেলা হবে ‘এস জি’ বলে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে কোহালি বলেন, ‘‘আমার মনে হয় টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ বল হল ডিউক। আমার কাছে যদি জানতে চাওয়া হয়, তা হলে পরিষ্কার বলব, বিশ্বের সব জায়গায় ডিউক বলেই টেস্ট ক্রিকেট হোক।’’ কেন ‘ডিউক’ বল তাঁর এত পছন্দ, তার ব্যাখ্যাও দিয়েছেন কোহালি। বলেছেন, ‘‘ডিউক বলের আকৃতি সহজে বদলায় না। বোলাররা সব সময় কিছু না কিছু সাহায্য পায়। স্পিনারদেরও সমস্যা হয় না। কারণ বলের সিমটা শক্ত থাকে।’’

বর্তমানে আইসিসি-র কোনও নির্দিষ্ট নিয়ম নেই বল ব্যবহারের ক্ষেত্রে। বিভিন্ন দেশ বিভিন্ন বল ব্যবহার করে। নব্বইয়ের দশকের গোড়া থেকে ভারতে ব্যবহৃত হয় ‘এস জি টেস্ট’ বল। যা ভারতেই তৈরি হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement