Today’s Sports Events

আরও একটি ফাইনালে ওঠার লক্ষ্যে মনু ভাকের, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম খেলতে নামবেন রোহিত, বিরাট

অলিম্পিক্সে ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামছেন মনু। ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু হচ্ছে ভারতের। লিগে রয়েছে মোহনবাগানের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ০৭:১৫
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে আজ আবার পদক জয়ের আশা দেখাতে পারেন মনু ভাকের। ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামছেন তিনি। ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে নামছেন লক্ষ্য সেন। হকিতে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। অ্যাথলেটিক্সে পুরুষদের শট পাটের যোগ্যতা অর্জন পর্বে দেখা যাবে তেজিন্দরপাল সিংহ তুরকে।

Advertisement

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই প্রথম মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। কলকাতা ফুটবল লিগে রয়েছে মোহনবাগানের খেলা। বিপক্ষে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।

তৃতীয় পদকের দিকে কি পা বাড়াবেন মনু ভাকের?

Advertisement

প্রায় রোজই শুটিংয়ে আরও পদক জেতার সম্ভাবনা তৈরি করছে ভারত। আজ আরও একটি পদক জয়ের ফাইনালে ওঠার অপেক্ষায় মনু ভাকের। ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামছেন তিনি। ভারতীয়দের মধ্যে তাঁর সঙ্গে রয়েছেন এষা সিংহ। ইভেন্ট শুরু দুপুর ১২:৩০ থেকে। সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম মাঠে নামছেন বিরাট কোহলি, রোহিত শর্মা

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই প্রথম মাঠে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর এই ম্যাচেই প্রথম বিরাটের সঙ্গে দেখা যাবে তাঁকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ৩-০ ফলে জেতার পর এক দিনের সিরিজ়েও সব ম্যাচ জিততে চাইবে ভারত। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ব্যাডমিন্টনে শেষ চারে ওঠার লড়াইয়ে লক্ষ্য

অলিম্পিক্সে ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন লক্ষ্য সেন। শেষ চারে উঠতে পারবেন তিনি? হকিতে গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। অ্যাথলেটিক্সে পুরুষদের শট পাটের যোগ্যতা অর্জন পর্বে দেখা যাবে তেজিন্দরপাল সিংহ তুরকে।

ব্যাডমিন্টন

লক্ষ্য সেন, কোয়ার্টার ফাইনাল (সন্ধ্যা ৬:৩০)

হকি

ভারত-অস্ট্রেলিয়া (বিকেল ৪:৪৫)

শুটিং

অনন্তজিৎ সিংহ নারুকা, স্কিট যোগ্যতা অর্জন পর্ব (দুপুর ১টা)

অ্যাথলেটিক্স

তেজিন্দরপাল সিংহ তুর, পুরুষদের শট পাট যোগ্যতা অর্জন পর্ব (রাত ১১:৪০)

গল্ফ

শুভঙ্কর শর্মা, গগনজিৎ ভাল্লার (দুপুর ১২:৩০)

জু়ডো

তুলিকা মান (দুপুর ১:৩০)

সেলিং

নেত্রা কুমানন (বিকেল ৩:৪৫)

বিষ্ণু সর্বানন (সন্ধ্যা ৭:০৫)

কলকাতা লিগে রয়েছে মোহনবাগানের ম্যাচ

আজ কলকাতা ফুটবল লিগে নামছে মোহনবাগান। বিপক্ষে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। আগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে হারানোর পর আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement