অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা রাঁচীতে শুরু হচ্ছে শনিবার। তার আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। কাঁধে চোট পেয়ে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর জায়গায় দলের ভার নিচ্ছেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আপাতত স্মিথ দেশে ফিরে যাবেন বলে অস্ট্রেলিয়া বোর্ড সূত্রে খবর। তাঁর জায়গায় দলে আনা হচ্ছে মার্কাস স্টোইনিসকে। ঠিক হয়েছে, তিন ম্যাচের সিরিজে পুরোটাই অধিনায়কত্ব করবেন ওয়ার্নার।
আরও পড়ুন: জন্মদিনে ট্রিপল সেঞ্চুরি করে নজির গড়লেন প্রশান্ত
রবিবার নাগপুরে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ডাইভ দিয়ে বল ধরতে গিয়ে বেকায়দায় কাঁধে চোট পান স্মিথ। তার পর থেকেই সেই সমস্যা বাড়তে থাকে। কাঁধ ফুলে যাওয়া এবং ব্যাথার কারণে ব্যাটিং করা বা বল ছোড়াতে সমস্যা হচ্ছিল। তাঁর কাঁধের এমআরআই করা হয়। তাতে গুরুতর চোট ধরা পড়ে। শেষমেশ স্মিথকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলেই বোর্ড সূত্রে খবর। অ্যাসেজের আগে নিজেকে সুস্থ করে তুলতে চাইছেন স্মিথ। জানা গিয়েছে, সুস্থ হলে ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় খেলবেন তিনি।
আরও পড়ুন: ‘নামী বাবার ছেলে হওয়ার চাপ নিতে হয় না আমাকে’