FIFA U-17 World Cup

বিশ্বকাপ দলে মণিপুরের আট, মিলে গেল আট রাজ্য

পিছিয়ে নেই বাংলাও। কে বলেছে বাংলার ফুটবলের হাল খারাপ। বিশ্বকাপে বাংলার মাথা উঁচু রাখতে রয়েছেন তিন জন। তাঁদের দিকেই তাকিয়ে পিকে-চুনীদের ফুটবলের বাংলা।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৬:১৭
Share:

ভারতীয় দল।

নানা ভাষা, নানা জাতি, নানা অভিমতের দেশ ভারত। কিন্তু, ফুটবলের মন্ত্র কিন্তু একটাই। লড়াই আর লড়াই।

Advertisement

সেই মন্ত্র নিয়েই ভারতের আট রাজ্য এসে মিলেছে এক ছাতার তলায়। কারণটা অবশ্যই ফুটবল। শুধু ফুটবল নয় এ হল ফুটবল বিশ্বকাপ। তবে, সব রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে শীর্ষে কিন্তু সেই মণিপুর। রেনেডি সিংহ, জেমস সিংহদের মণিপুর থেকে বিশ্বকাপ দলে খেলবে আট জন। রাজনৈতিক ভাবে সমস্যায় থাকা রাজ্যটার যেন ফুটবলের সঙ্গে কোনও আপোস নেই। বেশির ভাগ বাড়িতেই এক জন করে পাওয়া যাবে ফুটবল খেলোয়াড়। কেউ কেউ তো বংশ পরম্পরায় ফুটবলকেই ধ্যানজ্ঞ্যান বানিয়ে ফেলেছেন।

পিছিয়ে নেই বাংলাও। কে বলেছে বাংলার ফুটবলের হাল খারাপ। বিশ্বকাপে বাংলার মাথা উঁচু রাখতে রয়েছেন তিন জন। তাঁদের দিকেই তাকিয়ে পিকে-চুনীদের ফুটবলের বাংলা। পঞ্জাবও চির কাল ভারতীয় খেলাধুলোয় আন্তর্জাতিক প্লেয়ার দিয়ে এসেছে। এখানেই বা পিছিয়ে থাকে কী করে। সেখান থেকেও রয়েছে তিন জন। এই তালিকায় এক জন হলেও ঢুকে পড়েছে কেরল ও মিজোরাম। মহারাষ্ট্র, কর্নাটকের রয়েছে দু’জন করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement