হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও ব্যাডমিন্টন কোর্টে ফিরতে পারেননি তিনি। তবে অন্য মঞ্চে নতুন সম্মান লাভ হল সাইনা নেহওয়ালের। চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয় এ দিন সাহিত্যে সাম্মানিক ডক্টরেট প্রদান করল ভারতীয় খেলার জগতের অন্যতম উজ্জ্বল তারকাকে। সাইনা নিজে দারুণ খুশি। বলেছেন, ‘‘এটা আমার জন্য বিরাট সম্মান। আজ বাবা আমাকে নিয়ে গর্ব করতে পারবেন। উনি নিজে বৈজ্ঞানিক আর সব সময় চেয়েছিলেন আমি ডাক্তার হই। তবে মা চাইতেন আমি অলিম্পিয়ান হয়ে দেখাই।’’ হাঁটুতে চোট থাকায় রিও অলিম্পিক্সে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিলেন সাইনা। তার পর হাঁটুতে অস্ত্রোপচার হয় তাঁর। সাইনা এ দিন জানিয়েছেন তিনি এখন পুরোপুরি ফিট। বলেন, ‘‘মঙ্গলবার থেকে পুরোদস্তুর ট্রেনিং শুরু করে দেব। আশা করছি খুব তাড়াতাড়িই কোর্টে ফিরতে পারব।’’