বাংলার স্কুল দলে বর্ধমানের সৌভাগ্য

শহরের কানাইনাটশাল ডিভিসি কলোনির সৌভাগ্য বর্ধমান পুর বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এখন বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টারের শিক্ষার্থী সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০০:১৯
Share:

সৌভাগ্যসুন্দর পাকড়ে। নিজস্ব চিত্র

স্কুল ক্রিকেটে বাংলা দলে সুযোগ পেল বর্ধমানের সৌভাগ্যসুন্দর পাকড়ে। ২০ জানুয়ারি বাংলা স্কুল দল নাসিকে জাতীয় প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছে। সেই দলে থাকছে বর্ধমানের সৌভাগ্য। বর্ধমান থেকে একমাত্র সে-ই রাজ্য দলে সুযোগ পেয়েছে। তাই এই সুযোগ কাজে লাগাতে চায়, জানায় সৌভাগ্য। সে জন্য এখন নিজেকে ব্যস্ত রেখেছে চূড়ান্ত প্রস্তুতিতে।

Advertisement

শহরের কানাইনাটশাল ডিভিসি কলোনির সৌভাগ্য বর্ধমান পুর বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এখন বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টারের শিক্ষার্থী সে। বাবা তাপস পাকড়ে জানান, ছেলে ৭ বছর বয়স থেকে ক্রিকেট খেলছে। ডায়মন্ড ক্রিকেট অ্যাকাডেমিতে হাতেখড়ি। তার পরে স্কুল দল, জেলার স্কুল দলের অধিনায়ক। সেখান থেকে এ বার রাজ্য দলে সুযোগ। এরই মধ্যে ভবানীপুর বালক সঙ্ঘে খেলার সুযোগ পেয়ে চলতি মরসুমে দু’টি সেঞ্চুরিও হাঁকিয়েছে সৌভাগ্য।

সৌভাগ্য মূলত বাঁ হাতি ব্যাটসম্যান। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ভক্ত ডান হাতি বোলারও। তার কোচ সৌম্য বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি অশোক মলহোত্র অ্যাকাডেমির বিরুদ্ধে সৌভাগ্য ২২ বলে ৩৫ রানের পাশাপাশি ৩ ওভার হাত ঘুরিয়ে ৫ রানে একটি উইকেটও পেয়েছে। সৌম্যবাবুর কথায়, ‘‘অল রাউন্ডার হিসেবেও উন্নতি করছে ও।’’

Advertisement

পড়াশোনা ও খেলার পাশাপাশি ছবি আঁকতেও ভালবাসে সৌভাগ্য। তবে আপাতত নজর শুধু ক্রিকেটেই। সে জানায়, প্রস্তুতি ভাল হয়েছে। সুযোগ পেলে বাংলার হয়ে ১০০ শতাংশ দিতে সে প্রস্তুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement