সুপ্রিম কোর্ট শুনানির চব্বিশ ঘণ্টার মধ্যে তা নিয়ে মুখ খুললেন মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ার। আদালতের বক্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি। কিন্তু ঘুরিয়ে বলে রাখলেন।
প্রাক্তন আইসিসি এবং ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট বলে রাখলেন, সুপ্রিম কোর্ট এত দিন দেশ কী ভাবে চলবে, ঠিক করে দিত। এখন ক্রিকেট কী ভাবে চলবে, ঠিক করবে।
‘‘গতকাল পর্যন্ত আদালত ঠিক করত দেশ কী ভাবে চলবে। এখন ঠিক করবে ক্রিকেট কী ভাবে চলবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। নইলে আদালত অবমাননার দায়ে পড়ে যাব,’’ শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলে দেন পওয়ার। যার পর বলাবলি চলছে, বৃহস্পতিবারই সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে, ৩ জানুয়ারি রায় আসতে চলেছে। বোর্ডের প্রতি আদালত কতটা বিরূপ, বুঝিয়েও দিয়েছে। তার প্রেক্ষিতে পওয়ার আজ যা বললেন, তা এক দিক থেকে তো খোঁচাই হল। যতই তিনি সরাসরি কিছু না বলুন।