সেরেনা উইলিয়ামস। ছবি: সংগৃহীত।
বর্ণবৈষম্যের বিষয় নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি। বার বার বহু জায়গায় জানিয়েছেন কী ভাবে এর শিকার হতে হয়েছে তাঁকে। তবুও, চেহারাটার বিশেষ কিছু পরিবর্তন হয়নি।
মঙ্গলবার আরও এক বার কৃষ্ণাঙ্গ টেনিস খেলয়াড়দের হয়ে স্বর তুললেন কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এ দিন ২৩টি গ্র্যান্ডস্লামের মালকিন বলেন, “টেনিস কেরিয়ারে আমি অনেক বার অসম্মানিত হয়েছি। আমার পুরুষ সতীর্থরাই সেটা করেছে। আমার জীবনের অন্যতম কঠিন মূহূর্ত ছিল সেগুলি।”
আরও পড়ুন: বিরাট প্রশংসায় আফ্রিদি
তবে, সেই সময় নিজের পরিবার এবং বন্ধুদের তিনি যে পাশে পেয়েছিলেন তাও এ দিন জানাতে ভোলেননি। তিনি বলেন, “আমি ভাগ্যবান যে পরিবার এবং বন্ধুবান্ধবদের পাশে পেয়েছি। ওরাই আমায় প্রতি মূহূর্তে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে। এই ধরনের বৈষম্য কৃষ্ণাঙ্গ প্লেয়ারদের খুবই কষ্ট দেয়। আমি পরিবার ও বন্ধুদের পাশে পেয়েছি বলে সাবাই যে তা পাবে এমনটা নয়।”
সমাজের মূল রোগ যে এটাই তা আরও এক বার এ দিন মনে করিয়ে দেন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালকিন। তিনি বলেন, “গ্র্যান্ডস্ল্যাম রেকর্ড ভাঙার থেকেও কঠিন সমাজের এই বৈপরীত্য, গায়ের রঙ এবং লিঙ্গভেদের বিপক্ষে লড়াই করা।”
আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়িয়ে নতুন উদ্যোগ গৌতম গম্ভীরের
সেরেনার কথায় এক জন পুরুষের মত এক জন নারীরও সমঅধিকার প্রাপ্য। এবং সেটি অর্থ উপার্জনের ক্ষেত্রেও। তিনি বলেন “আমার মা আমার মেয়ে আমার মা আমার বোন সকলের সামান পারিশ্রমিক প্রাপ্য। কৃষ্ণাঙ্গ নারীরা এই বিষয় সোচ্চার হোন। সমান অধিকারের জন্য গলা তুলুন।” এ বিষয় একটি টুইটও করেন সেরেনা। ' সেরেনার এই দাবি তোলার পর আদৌ কিছু পরিবর্তন হয় কি না সেটাই এখন দেখার। তবে তাঁকে আবার টেনিস কোর্টে কবে দেখা যাবে সেই বিষয় অবশ্য কিছু জানাননি সেরেনা।
সেরেনার এই দাবি তোলার পর আদৌ কিছু পরিবর্তন হয় কি না সেটাই এখন দেখার। তবে তাঁকে আবার টেনিস কোর্টে কবে দেখা যাবে সেই বিষয় অবশ্য কিছু জানাননি সেরেনা।
সেরেনার কথায় এক জন পুরুষের মত এক জন নারীরও সমঅধিকার প্রাপ্য। এবং সেটি অর্থ উপার্জনের ক্ষেত্রেও। তিনি বলেন “আমার মা আমার মেয়ে আমার মা আমার বোন সকলের সামান পারিশ্রমিক প্রাপ্য। কৃষ্ণাঙ্গ নারীরা এই বিষয় সোচ্চার হোন। সমান অধিকারের জন্য গলা তুলুন।” এ বিষয় একটি টুইটও করেন সেরেনা। '