আকর্ষণ: এসসি ইস্টবেঙ্গলের তিন তারকা। লাল-হলুদ জার্সিতে পিলকিংটন। (বাঁ-দিকে) নিরপেক্ষ জার্সিতে জেজে। সাদা অ্যাওয়ে জার্সিতে ড্যানি। টুইটার
লাল-হলুদ সমর্থকদের আবেগের প্রতীক মশালের সঙ্গে বাঙালির গর্বের রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ মাছ। অভিনব এই ভাবনারই প্রতিফলন ঘটল এসসি ইস্টবেঙ্গলের নতুন জার্সিতে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় সরকারি ভাবে জার্সি প্রকাশ করল এসসি ইস্টবেঙ্গল। ঐতিহ্যের লাল-হলুদ রঙের সঙ্গে মশালের শিখার নকশায় সাজানো হয়েছে মূল জার্সি।
বাইরে ম্যাচের (অ্যাওয়ে) নীল-সাদা জার্সির একাংশে রয়েছে ইলিশ মাছের আদলে নকশা। তৃতীয় অর্থাৎ, নিরপেক্ষ জার্সিতে কালো রঙের উপরে রয়েছে বাঘের শরীরের হলুদ ডোরাকাটা দাগের নকশা।
আরও পড়ুন: ব্যাঙ্গালোরকে হারাল দিল্লি, অস্বস্তি বাড়ল কলকাতার
তিন ধরনের জার্সি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আবেগের বিস্ফোরণ ঘটে যায় লাল-হলুদ সমর্থকদের মধ্যে। উচ্ছ্বসিত রবি ফাওলার, অ্যান্টনি পিলকিংটন, ড্যানিয়েল ফক্স ও জেজে লালপেখলুয়ারাও। এসসি ইস্টবেঙ্গলের কোচ লিভারপুল কিংবদন্তি ফাওলার বলেছেন, ‘‘অসাধারণ জার্সি। ঐতিহ্যের উজ্জ্বল লাল-হলুদ রঙের সঙ্গে মশালের শিখা। যা শক্তি ও আগুনে মানসিকতার প্রতীক। আমাদের বাইরের ম্যাচ ও তৃতীয় জার্সিতেও ঐতিহ্যের উপাদান রয়েছে।’’ দলের বিদেশি ফুটবলার অ্যান্টনি পিলকিংটনের কথায়, ‘‘ঘরের ম্যাচের জার্সির নকশায় আমি অভিভূত। যা শুধু দেখতেই আকর্ষণীয় নয়, ইতিবাচক শক্তি সঞ্চার করবে দলের মধ্যে। এই জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’’ আর এক বিদেশি ড্যানিয়েল ফক্স বলেছেন, ‘‘ঐতিহ্যের প্রতীক এই জার্সি। সমর্থকেরাও খুশি হবেন। আমি তো এখন থেকেই উত্তেজিত এই জার্সি পরার জন্য।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা চাই সব সময় ক্লাবের ঐতিহ্য আমাদের সঙ্গে থাকুক। জার্সির নকশায় যা দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’’ চেন্নাইয়িন এফসির হয়ে দু’বার আইএসএলে চ্যাম্পিয়ন জেজে এই মরসুমে যোগ দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলে। তাঁর কথায়, ‘‘প্রত্যেক ফুটবলারই স্বপ্ন দেখে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার। আমি গর্বিত সেই সুযোগ পেয়ে।’’ সমর্থকদের কেউ কেউ অবশ্য অ্যাওয়ে এবং অন্য জার্সিটিতে লাল-হলুদ রং না থাকায় কিছুটা হতাশ। এ দিকে, আইএসএলের জন্য শুরুতে ফাওলারের ভাবনায় সি কে বিনীত না থাকলেও মত পরিবর্তন করেছেন তিনি। দিন কয়েকের মধ্যেই গোয়ায় দলের সঙ্গে যোগ দেবেন বিনীত।
আরও পড়ুন: ‘আই রিটায়ার’, সোশ্যাল মিডিয়ায় সিন্ধুর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে