ফাইল চিত্র।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও জয় ছিনিয়ে নিতে পারলেন না সাইনা নেহওয়াল। রবিবার চায়না ওপেনের ফাইনালে চিনের লি জুয়েরুইয়ের কাছে ১২-২১ এবং ১৫-২১ পয়েন্টে হেরে যান তিনি। ফাইনালে ওঠার পর থেকেই সাইনার উপর প্রত্যাশা যেন আরও বেড়ে গিয়েছিল। এ দিন কোর্টে নামার পর থেকেই একটু চাপে ছিলেন সাইনা। খেলা শুরু হতেই সেই চাপ কাটিয়ে উঠে প্রতিপক্ষকে যোগ্য জবাবও দিচ্ছিলেন। কিন্তু লি যেভাবে একের পর এক পয়েন্ট সংগ্রহ করছিলেন, তাতে বেশ চাপেই পড়ে যান সাইনা। প্রথম গেমের প্রথম দিকে দু’জনের লড়াই ছিল দেখার মতো। দর্শকে ঠাসা গ্যালারি যেন শ্বাস বন্ধ করে খেলা উপভোগ করছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে, লি-এর আক্রমণের ঝাঁঝও তত বেড়েছে।
কিন্তু দ্বিতীয় গেমে ফের ছন্দে ফিরে আসেন সাইনা। প্রথম দিকে ৪-০-তে লিড নেয়। মুভমেন্টও যথেষ্ট ভাল ছিল তাঁর। আরও রুদ্ধশ্বাস হয়ে উঠেছিলে দ্বিতীয় গেম। লি পিছিয়ে থেকেও সাইনাকে একটা সময় ছুঁয়ে ফেলেন। স্কোর তখন ১৫-১৫। তার পর সাইনাকে আর ঘুরে দাঁড়ানোরই সুযোগ দেননি লি। সেখান থেকে ১৫-২১-এ ম্যাচ বের করে নিয়ে যান।