Roman Abramovich

সাহায্যের হাত বাড়িয়ে দিল চেলসি

করোনাভাইরাসে ইতিমধ্যেই প্রায় দু’হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডে। তাঁদের চিকিৎসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৬:৪৯
Share:

চেলসি কর্ণধার রোমান আব্রামোভিচ।

মানবিক চেলসি কর্ণধার রোমান আব্রামোভিচ। ব্রিটেন ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) কর্মীদের লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ক্লাবের হোটেলে দু’মাসের জন্য থাকার প্রস্তাব দিয়েছেন তিনি। শুধু তাই নয়। স্বাস্থ্যকর্মীদের যাবতীয় খরচও বহন করবেন রুশ ধনকুবের।

Advertisement

করোনাভাইরাসে ইতিমধ্যেই প্রায় দু’হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডে। তাঁদের চিকিৎসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের। অধিকাংশই বাড়ি ফিরতে পারছেন না। বুধবার চেলসির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিকিৎসার সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মীই দীর্ঘ সময় ধরে কাজ করছেন। দূরত্ব বেশি হওয়ায় বাড়িও ফিরতে পারছেন না। উত্তর-পশ্চিম লন্ডনের হাসপাতালে চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের এর পরে বিভিন্ন জেলাতেও যেতে হবে। এই পরিস্থিতিতে আগামী দু’মাসের জন্য এনএইচএস কর্মীদের আমাদের হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।’’

করোনাভাইরাস অতিমারির জেরে সারা বিশ্বে প্রায় স্তব্ধ খেলাধুলো। ইংলিশ প্রিমিয়ার লিগও (ইপিএল) ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement