পিভি সিন্ধু। ফাইল ছবি
আবারও দুরন্ত ছন্দে পিভি সিন্ধু। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে উঠে গেলেন ভারতীয় টেনিস তারকা। শনিবার সেমিফাইনালে হারিয়ে দিলেন আকানে ইয়ামাগুচিকে।
জিততে গিয়ে কঠিন লড়াই করতে হয়েছে সিন্ধুকে। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জয় পেয়েছেন ২১-১৫, ১৫-২১, ২১-১৯ গেমে। ম্যাচ চলেছে এক ঘণ্টা ১০ মিনিট। ফাইনালে তাঁর সামনে দক্ষিণ কোরিয়ার আন সিয়ুং। পর্নপাউয়ি চোচুয়ংকে হারিয়ে ফাইনালে উঠেছেন আন।
এই নিয়ে তিন বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠলেন সিন্ধু। ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতা জিতেছিলেন। এই ম্যাচে নামার আগে ইয়ামাগুচির সঙ্গে সাক্ষাতে ১২-৮ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু।
তবে ফাইনালে সিন্ধুর লড়াই কঠিন হতে চলেছে। সম্প্রতি ইন্দোনেশিয়ান মাস্টার্স এবং ইন্দোনেশিয়ান ওপেন জিতে এই প্রতিযোগিতায় খেলতে এসেছেন আন। অক্টোবরে ডেনমার্ক ওপেনে এই খেলোয়াড়ের কাছেই হেরেছিলেন সিন্ধু।