ফাইল চিত্র।
ফরাসি লিগ
পিএসজি ২ অঁজে ১
লিয়োনেল মেসি, নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র) ছিলেন না। তা সত্ত্বেও ফরাসি লিগে শুক্রবার রাতে অঁজেকে হারিয়ে জয়ের সরণিতে প্রত্যাবর্তন ঘটাল প্যারিস সাঁ জারমাঁ। নেপথ্যে কিলিয়ান এমবাপে।
সম্প্রতি নেশ্নস লিগে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যেও অন্যতম কারিগর ছিলেন এমবাপে। ম্যাচের পরে মাওরিসিয়ো পোচেত্তিনো সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘মন বদলে আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে পিএসজিতেই থেকে যেতে পারে এমবাপে। ওকে রাখার জন্য ক্লাব সব কিছু করতে পারে।’’
প্যারিসে ঘরের মাঠে গতির বিরুদ্ধে বিপক্ষের রক্ষণের ভুলে গোল করে ৩৬ মিনিটে অঁজেকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো ফুলগিনি। ৬৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে বিপক্ষের পেনাল্টি বক্সে ক্রস করেন এমবাপে। নিখুঁত হেডে গোল করে ১-১ করেন দানিলো। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে নিজেই পেনাল্টি থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষেই রয়েছে পিএসজি।