বিশ্বের দু’নম্বরকে হারিয়ে শুরুতেই অঘটন প্রণীতের, এগোলেন সাইনাও

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের শুরুতেই তারকাদের ছাপিয়ে দিনের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেললেন ভারতের বি সাই প্রণীত! বিশ্বের সাঁইত্রিশ নম্বর ভারতীয় ছেলে এ দিন প্রথম রাউন্ডেই ছিটকে দিলেন অলিম্পিক্সে দু’বারের রুপো জয়ী এবং বিশ্বের দু’নম্বর, মালয়েশিয়ার তারকা লি চং ওয়েইকে। অন্ধ্র প্রদেশের তেইশ বছরের প্রণীতের কেরিয়ারের সবচেয়ে বড় জয় এটাই। জেতার পর যাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘‘আমি স্তম্ভিত! এমন একটা বড় জয়ের অপেক্ষায় ছিলাম এত দিন। অসম্ভব আনন্দ হচ্ছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

বার্মিংহাম শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:৫০
Share:

জেতার পর দুই কোচ পুল্লেলা গোপীচন্দ ও মধুমিতা সিংহ বিস্তের সঙ্গে প্রণীত। ছবি: টুইটার।

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের শুরুতেই তারকাদের ছাপিয়ে দিনের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেললেন ভারতের বি সাই প্রণীত!

Advertisement

বিশ্বের সাঁইত্রিশ নম্বর ভারতীয় ছেলে এ দিন প্রথম রাউন্ডেই ছিটকে দিলেন অলিম্পিক্সে দু’বারের রুপো জয়ী এবং বিশ্বের দু’নম্বর, মালয়েশিয়ার তারকা লি চং ওয়েইকে। অন্ধ্র প্রদেশের তেইশ বছরের প্রণীতের কেরিয়ারের সবচেয়ে বড় জয় এটাই। জেতার পর যাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘‘আমি স্তম্ভিত! এমন একটা বড় জয়ের অপেক্ষায় ছিলাম এত দিন। অসম্ভব আনন্দ হচ্ছে।’’

বিশ্বের প্রাক্তন এক নম্বর ওয়েইয়ের বিরুদ্ধে পাক্কা পঞ্চাশ মিনিটের তুলকালাম লড়াইয়ে চাপের মুখে নিজের সেরাটা নিংড়ে দেন প্রণীত। জেতেন ২৪-২২, ২২-২০। যে লড়াই দেখে সবচেয়ে তাজ্জব ওয়েই নিজে। গত ক’মাসে তিনটি বিশ্ব সুপার সিরিজ ও একটি গ্রাঁপ্রি গোল্ড খেতাব জিতে দারুণ ফর্মে থাকা মালয়েশীয় তারকা বলেই ফেলেছেন, ‘‘বিশ্বাস হচ্ছে না! আমি কিন্তু এখানে খেতাব জেতার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। প্রণীতের বিরুদ্ধে গত বছর কানাডা ওপেনে খেলায় ওর সম্পর্কে স্পষ্ট ধারণাও ছিল। কিন্তু গত কয়েক মাসে অবিশ্বাস্য উন্নতি করেছে। এই ছেলেটার ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল।’’ প্রণীতের সবচেয়ে বেশি তারিফ হচ্ছে দুই গেমেই দুরন্ত ঘুরে দাঁড়ানোয়। প্রথম গেম শুরুতেই পিছিয়ে ছিলেন ৩-১১, দ্বিতীয় গেমে ৭-১৫। সেখান থেকে জেতেন।

Advertisement

প্রণীত নিয়ে হইচইয়ের মধ্যে এগোলেন ভারতের দুই তারকা সাইনা নেহওয়াল ও কিদাম্বি শ্রীকান্ত। জিতলেন সমীর বর্মাও। তবে তাই পর্নতিপ বুরানাপ্রাসের্তসুকের কাছে ২১-১৮, ১৭-২১, ১২-২১ হেরে বিদায় নিলেন পুসারলা বেঙ্কট সিন্ধু।

চোটের কারণে লম্বা সময় কোর্টের বাইরে কাটিয়ে প্রতিযোগিতায় ফেরা সাইনা এ দিন প্রথম রাউন্ডে সহজে হারান কানাডার কমনওয়েলথ চ্যাম্পিয়ন মিশেল লি-কে। বিশ্বের তিন নম্বর সাইনা জেতেন ২১-১৭, ২১-১২। দ্বিতীয় রাউন্ডে যাঁর সামনে বিশ্বের সতেরো নম্বর, তাইল্যান্ডের উনিশ বছরের উদীয়মান তারকা বুসানন ওংবুমরুংফান। শ্রীকান্তও ২১-১৭, ২১-১২ হারালেন ইংল্যান্ডের রাজীব ওউসেফকে। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্তের প্রতিপক্ষ জাপানের কেন্তো মোমোতা। ভারতের তরুণ তুর্কি সমীর বর্মা ২১-১০, ২১-১৪ জেতেন হংকংয়ের হু ইউনের বিরুদ্ধে। তবে বিশ্বের বিয়াল্লিশ নম্বরের সামনে দ্বিতীয় রাউন্ডে বিশ্বের আট নম্বর, চিনের তিয়ান হউয়েই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement