Sports

নীল থেকে হঠাত্ সবুজ, অলিম্পিক পুলের রঙে অবাক পরিবর্তন, চাঞ্চল্য

ছিল নীল, হঠাত্ই রং বদলে হয়ে গেল ঘন সবুজ। রিওর ডাইভিং পুলের এই হঠাত্ রং বদল নিয়ে আপাতত তোলপাড় অলিম্পিকের আসর। সোমবার ছিল ছেলেদের ১০ মিটার সিঙ্ক্রোনাইজড ইভেন্টের ফাইনাল। সেই ইভেন্ট চলাকালীনই দেখা যায়, সবুজ হতে শুরু করেছে ডাইভিং পুলের জল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ১৫:২৬
Share:

নীল থেকে হঠাত্ সবুজ। ছবি: টুইটার।

ছিল নীল, হঠাত্ই রং বদলে হয়ে গেল ঘন সবুজ। রিওর ডাইভিং পুলের এই হঠাত্ রং বদল নিয়ে আপাতত তোলপাড় অলিম্পিকের আসর।

Advertisement

সোমবার ছিল ছেলেদের ১০ মিটার সিঙ্ক্রোনাইজড ইভেন্টের ফাইনাল। সেই ইভেন্ট চলাকালীনই দেখা যায়, সবুজ হতে শুরু করেছে ডাইভিং পুলের জল। ওই ইভেন্টের ব্রোঞ্জজয়ী ব্রিটেনের টম ডালে পুলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করার পরই ছবিটি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, ওই পুলটির জল সবুজ হয়ে গেলেও ঠিক পাশেই ওয়াটার পোলোর পুলের জল স্বচ্ছ নীল।

অলিম্পিক শুরুর বেশ কয়েক দিন আগে থেকেই রিওর জল নিয়ে সাবধানবাণী শোনাচ্ছিলেন বিশেষজ্ঞরা। জলে এতটাই জীবাণুর সন্ধান পেয়েছিলেন বিশেষজ্ঞরা যে, ডাইভার এবং সাঁতারুদের সাবধান করে বলা হয়েছিল, কোনও অবস্থাতেই জলে মুখ না ডোবাতে। কিন্তু তা যে সম্ভব নয় তা জানতেন অ্যাথলিট থেকে সংগঠক সবাই।

Advertisement

কিন্তু হঠাত্ কেন জলের এই রং পরিবর্তন? বিশেষজ্ঞদের মতে, জলে হঠাত্ করে অ্যালগির পরিমাণ বেড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে। তবে জলে ক্লোরিনের মতো জীবাণুনাশক কম ব্যবহারের ফলেও রং পাল্টাতে পারে বলে জানিয়েছেন তাঁরা। সংগঠকদের তরফে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

সবুজ পুলে অবশ্য বেশ সুবিধা হয়েছে বলে দাবি করেছেন সিঙ্ক্রোনাইজড ইভেন্টের অ্যাথলিটরা। ইভেন্টে কানাডের ব্রোঞ্জজয়ী অ্যাথলিট বলেন, “নীল আকাশের সঙ্গে পুলের জলের রং মিলে গেলে আমাদের একটু হলেও সমস্যা হয়। এ ক্ষেত্রে জলের রং সবুজ হওয়ায় ডাইভারদের সুবিধা হয়েছে।”

তবে সুবিধা হলেও বিষয়টি নিয়ে অ্যাথলিটরা বেশ চিন্তিত। বুধবার এই পুলে কোনও ইভেন্ট না থাকায় রহস্য ভেদে ২৪ ঘণ্টা সময় পাচ্ছেন সংগঠকরা।

আরও পড়ুন:
এ সব অলিম্পিক্স আসরে আজ ভূতেরা খেলা করে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement