Sports News

ইডেনের ব্যারিকেড টপকে সোজা ধোনির পায়ে সমর্থক

বৃহস্পতিবার ইডেনে কলকাতা-চেন্নাইয়ের ম্যাচ চলছিল। ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময়। ১১তম ওভারে তখন চেন্নাই ৯৭/২। ধোনি ব্যাট করতে নামার জন্য তৈরি হচ্ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ১৫:২৬
Share:

ব্যাট করছেন ধোনি। ছবি: এএফপি।

এটা কোনও নতুন ঘটনা নয়। সে মোহালি হোক বা কলকাতা। এমএস ধোনির ভক্ত সর্বত্রই ছড়িয়ে রয়েছে। সেই ধোনিকে ছোঁয়ার জন্য সেই ভক্তরা যে কোনও নিয়ম যে এখনও ভাঙতে পারেন তা আবার প্রমাণ হল আইপিএল-এ কলকাতা বনাম সিএসকে ম্যাচে।

Advertisement

বৃহস্পতিবার ইডেনে কলকাতা-চেন্নাইয়ের ম্যাচ চলছিল। ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময়। ১১তম ওভারে তখন চেন্নাই ৯৭/২। ধোনি ব্যাট করতে নামার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময়ই সব নিরাপত্তা ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়েন এক সমর্থক। সোজা চলে যান চেন্নাইয়ের রিজার্ভ বেঞ্চের সামনে। ধোনি তখন নিচু হয়ে কিছু করছিলেন। সরাসরি গিয়ে ধোনির পায়ে হাত দিয়ে প্রনাম করেন।

ততক্ষণে চলে এসেছেন নিরাপত্তারক্ষীরা। ধোনি তাঁর পিঠে হাত দিয়ে তাঁকে বেরিয়েও যেতে বলেন। এর আগে মোহালিতেও এই দৃশ্য দেখা গিয়েছে।গত ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজের সময়ও মাঠে ঢুকে পড়েছিলেন এক সমর্থক ধোনিকে প্রনাম করতে। জানুয়ারিতে বিজয় হাজার খেলার সময়ও একই ঘটনা ঘটেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement