সোনার বন্যা তো ছিলই। এ বার সাউথ এশিয়ান গেমসে শুরু হয়ে গেল ভারতীয় বক্সিংয়ের ‘মেরি টাইম’। চোট সারিয়ে রিংয়ে নামা মেরি কমের হাত ধরে।
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় বক্সিং কন্যা রবিবার চল্লিশ সেকেন্ডে টেকনিক্যাল নক আউট করে দিলেন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বী শামিনা আখতারকে।
লড়াই শুরু হতেই মেরির ঘুসি-ঝড় শুরু হয়। সেই আক্রমণের জবাব দেওয়ার আগেই নক আউট হয়ে যান শামিনা। মেরির সঙ্গে ছ’জন ভারতীয় পুরুষ বক্সারও ফাইনালে উঠলেন। গেমসে এ দিন অবশ্য তার চেয়েও বেশি আলো ছড়াল ভারতীয় শুটিং দল।
অন্য বিভাগে, ‘গোল্ড ফিংগার’ ভারতীয় শুটার চেইন সিংহ জিতলেন ছ’টি সোনা। তিনটি ব্যক্তিগত এবং তিনটি দলগত ইভেন্টে। অলিম্পিক্সের মাস কয়েক আগে যে ফর্ম ভারতীয় শুটিং দলের কাছে বড় প্রাপ্তি।
তার চেয়েও বড় কথা, ব্যক্তিগত ইভেন্টের প্রত্যেকটিতেই অলিম্পিক্স ব্রোঞ্জ জয়ী গগন নারঙ্গকে সোনা জিততে দেননি চেইন। ট্রায়াথলনের মিক্সড রিলে টিম ইভেন্টেও সোনা জিতেছে ভারত।