ফের রিংয়ে মেরি, সরিতাও

গত বছর এশিয়ান গেমসে সোনা জেতার আট মাস পর বৃহস্পতিবারই প্রথম বক্সিং রিংয়ে পা রাখলেন মেরি কম। ‘সুপার মম’ মেরির সঙ্গেই বেঙ্গালুরুর ট্রেনিং ক্যাম্পে এ দিন অনুশীলন শুরু করেন সরিতা দেবী আর সুমিত সাঙ্গওয়ান-ও। শেষ দু’জনই অস্ত্রোপচারের পর পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন সদ্য। ‘অলিম্পিক গোল্ড কোয়েস্ট’–এর স্পনসরশিপে তিন জনই প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:০৯
Share:

গত বছর এশিয়ান গেমসে সোনা জেতার আট মাস পর বৃহস্পতিবারই প্রথম বক্সিং রিংয়ে পা রাখলেন মেরি কম। ‘সুপার মম’ মেরির সঙ্গেই বেঙ্গালুরুর ট্রেনিং ক্যাম্পে এ দিন অনুশীলন শুরু করেন সরিতা দেবী আর সুমিত সাঙ্গওয়ান-ও। শেষ দু’জনই অস্ত্রোপচারের পর পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন সদ্য। ‘অলিম্পিক গোল্ড কোয়েস্ট’–এর স্পনসরশিপে তিন জনই প্রস্তুতি নিচ্ছেন। মেরি আর সুনীতা ফেব্রুয়ারিতে মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নেমে রিও অলিম্পিকের টিকিট পাওয়ার চেষ্টা চালাবেন। সাঙ্গওয়ানের লক্ষ্য অগস্টে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। মেরি বলেছেন, ‘‘পারিবারিক কারণে দীর্ঘ বিশ্রাম নেওয়ার পর আমার ফিটনেস, শক্তি আর সহনশীলতা একেবারে ঠিক আছে। আমার ট্রেনিং সব সময় টপ ক্লাস। যার একটাই লক্ষ্য— ২০১৬ রিও অলিম্পিকের সোনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement