মনোজদের রঞ্জি মরসুম শুরু হিমাচল ম্যাচ দিয়ে

মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচ ১২ নভেম্বর। দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে খেলবেন মনোজ তিওয়ারিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০৪:৩৫
Share:

মনোজ তিওয়ারি। —ফাইল চিত্র।

হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এ বারের রঞ্জি মরসুম শুরু করবে বাংলা। বিজয় হজারে ট্রফি শেষ হওয়ার পরেই মনোজ তিওয়ারিদের পরীক্ষা শুরু ১ নভেম্বর থেকে। যদিও ম্যাচটি হিমাচল প্রদেশের ঘরের মাঠে।

Advertisement

মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচ ১২ নভেম্বর। দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে খেলবেন মনোজ তিওয়ারিরা। হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের পাশাপাশি বাংলার গ্রুপে রয়েছে কেরল, তামিলনাড়ু, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও পঞ্জাবের মতো শক্তিশালী দলগুলো। রঞ্জি ট্রফির তালিকা প্রকাশ হলেও বাংলার বোলিং কোচ রণদেব বসুর পারফরম্যান্স নিয়ে ক্ষোভ জন্মেছে সিএবি-র বেশ কিছু কর্তাদের মধ্যে। গত দু’বছরে বোলিং নিয়ে একাধিক প্রশ্নের সামনে পড়তে হয়েছে বাংলার বোলারদের। সিএবি সূত্রে খবর, রণদেবের পরিবর্তও ইতিমধ্যে খোঁজা শুরু হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement