আইপিএলে নামা হচ্ছে না কেপির

চোটের জন্য আইপিএলে খেলা হচ্ছে না কেভিন পিটারসেনের। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামার কথা ছিল কেপির। কিন্তু পায়ের পেশি আর গোড়ালির চোটে তিনি দু’সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছেন। ইংল্যান্ডের টেস্ট দলে ফের ডাক পাওয়ার আশায় আইপিএলে না এসে এত দিন কাউন্টি ক্রিকেটে খেলছিলেন সারের হয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:৪৩
Share:

চোটের জন্য আইপিএলে খেলা হচ্ছে না কেভিন পিটারসেনের। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামার কথা ছিল কেপির। কিন্তু পায়ের পেশি আর গোড়ালির চোটে তিনি দু’সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছেন। ইংল্যান্ডের টেস্ট দলে ফের ডাক পাওয়ার আশায় আইপিএলে না এসে এত দিন কাউন্টি ক্রিকেটে খেলছিলেন সারের হয়ে। মঙ্গলবার অপরাজিত ৩৫৫-র ইনিংস খেললেও টেস্ট দলে ডাক আসেনি। বরং তাঁকে ডেকে ইসিবি-র নতুন ডিরেক্টর ও প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস সাফ জানিয়ে দেন, তাঁকে টেস্ট দলে ফেরানোর কোনও পরিকল্পনাই বোর্ডের নেই। হতাশ ও বিধ্বস্ত কেপি তাই অবশেষে আইপিএলে খেলার সিদ্ধান্তই নিয়েছিলেন। কিন্তু এই কাউন্টি ম্যাচেই পাওয়া চোটে শেষ পর্যন্ত তাঁর এ বারের আইপিএলে আর নামাই হচ্ছে না। ওই ম্যাচেই সানরাইজার্সের প্লে অফে যাওয়া বা না যাওয়া নির্ভর করতে পারে। আপাতত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। শেষ দুই ম্যাচে বেঙ্গালুরু ও মুম্বইয়ের মুখোমুখি হবে তারা এবং এই দুই ম্যাচে জিতলে হয়তো সেরা চারেও থাকবে। তাই এ রকম গুরুত্বপূর্ণ সময়ে কেপি-র আসাটাকে স্বাগত জানিয়েছিল সানরাইজার্স শিবির। গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে ব্রিটিশ মিডিয়া ও সোশ্যাল নেটওয়ার্কে ঝড় ওঠার পর মুখ খুলেছিলেন কেভিন পিটারসেন। এক ব্রিটিশ সংবাদপত্রে তিনি লিখেছেন, ‘‘ওরা আমাকে অবিশ্বাসের জন্য দলে নেবে না বলছে। সোমবার রাতের বৈঠকের পর তা মিডিয়াকে ঘটা করে জানিয়েও দিয়েছে ওরা। আমি কিন্তু কাউকে একটা কথাও বলিনি। ওরা না কি আমাকে বিশ্বাস করে না। কিন্তু ওদের কে বিশ্বাস করে?’’ এ ভাবে যে তাঁর প্রত্যাবর্তনের রাস্তায় দেওয়াল তুলে দেওয়া হবে, তা ভাবেননি বলে জানিয়েছেন কেপি। কলামে লিখেছেন, ‘‘ভেবেছিলাম হয়তো আমাকে বলা হবে, দলটার ব্যাটিং তো এখন ভালই। এদের কেউ চোট পেলে তোমাকে ডাকা হতে পারে। কিন্তু আমাকে বোঝানো হল ইংল্যান্ড দলে খেলার যোগ্যতাই নাকি নেই আমার। এর আগে না কি আমাকে কোনও প্রতিশ্রুতিই দেওয়া হয়নি। মিডিয়ার মাধ্যমে আমি ভুল বুঝেছিলাম!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement