ফেড কাপে নেই লোবো

ফেড কাপে শিলংয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচে মাঠে নামতে পারেন বার্নার্ড মেন্ডি। লিগামেন্টে চোট পেয়ে ফরাসি তারকা বহু দিন মাঠের বাইরে। এখন সবে অনুশীলনে নেমেছেন। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, বারাসতের ফিরতি ম্যাচে তাঁকে নামানোর কথা ভেবে রেখেছেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০৩:৪৬
Share:

ফেড কাপে শিলংয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচে মাঠে নামতে পারেন বার্নার্ড মেন্ডি। লিগামেন্টে চোট পেয়ে ফরাসি তারকা বহু দিন মাঠের বাইরে। এখন সবে অনুশীলনে নেমেছেন। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, বারাসতের ফিরতি ম্যাচে তাঁকে নামানোর কথা ভেবে রেখেছেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এ দিকে গোদের উপর বিষফোঁড়ার মতো ফেড কাপে পাওয়া যাচ্ছে না কেভিন লোবোকে। গত আই লিগ থেকেই ডান হাঁটুর চোট ভোগাচ্ছিল লোবোকে। আই লিগ শেষ হওয়ার পর মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে লোবোর ডান হাঁটুতে চিড় ধরেছে। দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। সেক্ষেত্রে গোটা ফেড কাপেই লোবোকে পাওয়া যাবে না। লাল-হলুদ সহ-সচিব ডা. শান্তিরঞ্জন দাশগুপ্তের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলে দিয়েছেন, ‘‘জুলাইয়ের আগে লোবোর মাঠে ফেরার সম্ভাবনা নেই।’’ শুক্র ও শনিবার সেন্ট্রাল পার্কে অনুশীলন করে লাজংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মর্গ্যান ব্রিগেড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement