রবীন্দ্র জাডেজা। —ফাইল ছবি
আইপিএলের প্রথম দু’ম্যাচেই পরাজয়। স্বভাবতই হতাশ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১০ রান তুলেও হারতে হয়েছে চেন্নাইকে। তার পরেও হার মেনে নিতে পারছেন না জাডেজা। ফিল্ডারদের ক্যাচ ধরার ক্ষেত্রে দুর্বলতায় উদ্বিগ্ন তিনি।
বৃহস্পতিবারের ম্যাচে হারের পর জাডেজা বলেছেন, ‘‘আমরা শুরুটা খুব ভাল করেছিলাম। রবিন আর শিবম দুর্দান্ত শুরু করে। ভাল শুরু করার পরেও ফিল্ডিং আশানুরূপ হয়নি। ম্যাচ জেতার জন্য আমাদের ক্যাচগুলো ধরতে হত। ক্যাচগুলো আমাদের নেওয়া উচিত ছিল। প্রচুর শিশির পড়ছে। ফলে বল এসে হাতে ঠিক মতো আটকাচ্ছে না।’’
এই সমস্যা সমাধানে অনুশীলনে নতুন কৌশল রপ্ত করার কথা বলেছেন চেন্নাই অধিনায়ক। জাডেজা বলেছেন, ‘‘এর পর থেকে আমরা ভিজে বলে অনুশীলন করব। প্রথম ছয় ওভার এবং মাঝের ওভারগুলোতেও আমরা দারুণ ব্যাটিং করেছি। ব্যাটিংয়ের জন্য উইকেট ভাল ছিল। বোলিংয়ের ক্ষেত্রে দলগত ভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে।’’