KKR

IPL 2022: কলকাতা-দিল্লি ম্যাচের সেরা মুহূর্ত বাছল আনন্দবাজার অনলাইন

দলের বাকি ক্রিকেটারদের তিনি কতটা অনুপ্রাণিত করতে পারলেন সেটা দল জানে, তবে এটা ঠিক যে রিঙ্কু প্রথম একাদশে জায়গা না পেয়েও দলের অংশ হিসেবে নিজেকে মনে করতে পারবেন। দিল্লির ইনিংসের সময় বেঙ্কটেশ আয়ার চোট পাওয়ায় তাঁর জায়গা ফিল্ডিং করতে নামেন রিঙ্কু। সেই সময় একটি ক্যাচ নেন তিনি। দলের খেলায় অবদান রাখেন রিঙ্কু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৯:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা মুহূর্ত তৈরি হল টসের আগে। কলকাতার দল তখন অনুশীলন শেষে গোল করে দাঁড়িয়ে। একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে পুরো দল। সেখানের একটি ঘটনাই ম্যাচের সেরা মুহূর্ত হয়ে রইল।

সাধারণত গোটা দল কাঁধে হাত দিয়ে গোল করে দাঁড়ানোর পর অধিনায়ক, কোচ অথবা দলের সিনিয়র কোনও ক্রিকেটার কথা বলেন। দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু রবিবার দেখা গেল রিঙ্কু সিংহ কথা বলছেন। তিনি প্রথম একাদশে নেই, তবুও তাঁকে দিয়ে দলকে অনুপ্রাণিত করার ভাবনা দেখা গেল কলকাতার টিম ম্যানেজমেন্টের মধ্যে।

Advertisement

দলের বাকি ক্রিকেটারদের তিনি কতটা অনুপ্রাণিত করতে পারলেন সেটা দল জানে, তবে এটা ঠিক যে রিঙ্কু প্রথম একাদশে জায়গা না পেয়েও দলের অংশ হিসেবে নিজেকে মনে করতে পারবেন। দিল্লির ইনিংসের সময় বেঙ্কটেশ আয়ার চোট পাওয়ায় তাঁর জায়গা ফিল্ডিং করতে নামেন রিঙ্কু। সেই সময় একটি ক্যাচ নেন তিনি। দলের খেলায় অবদান রাখেন রিঙ্কু।

আরও পড়ুন:

দিল্লির বিরুদ্ধে ৪৪ রানে হেরে গেল কলকাতা। লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখলেও নেট রানরেট অনেকটাই কমে গেল তাদের। প্রথমে ব্যাট করে ২১৫ রান করে দিল্লি। সেই রান তাড়া করতে নেমে ১৭১ রানে শেষ হয়ে যায় কলকাতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement