কলকাতার কাছে হারের পরে আবার জয়ে ফিরল গুজরাত। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে হার্দিকদের উল্লাস। ছবি: আইপিএল
ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হল পঞ্জাব কিংসকে। প্রথম দু’ম্যাচে জয়ের পরে টানা দু’ম্যাচে হারতে হল শিখর ধাওয়ানদের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে পঞ্জাব। ১ বল বাকি থাকতে সেই রান তুলে নেয় গুজরাত। কেকেআরের কাছে হারের পরে আবার জয়ে ফিরল গুজরাত।
অ্যাওয়ে ম্যাচে হার্দিক পাণ্ড্যদের জয়ের পিছনে পাঁচ কারণ কী কী?
১) অধিনায়ক শিখর ধাওয়ান রান পাননি। মাত্র ৮ রান করে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচগুলিতে পঞ্জাবের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন ধাওয়ান। তিনি রান না পাওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় পঞ্জাব।
২) ব্যাট করতে নেমে পঞ্জাবের মিডল অর্ডার ব্যর্থ। ভানুকা রাজাপক্ষ, জীতেশ শর্মারা দ্রুত রান তুলতে পারলেন না। ফলে মাঝের ওভারে যতটা রান ওঠা উচিত ততটা উঠল না।
৩) ডেথ ওভারেও রান করতে পারেনি পঞ্জাব। স্যাম কারেনকে সাড়ে ১৭ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল শেষ দিকে দ্রুত রান করার জন্য। কিন্তু তিনি ব্যর্থ হন। ফলে রান কম ওঠে। অন্তত ১৫-২০ রান কম করে পঞ্জাব। নইলে খেলার ফল অন্য রকম হত।
৪) গুজরাতের হয়ে ইনিংসকে টেনে নিয়ে গেলেন শুভমন গিল। তাঁকে আটকাতে হিমশিম খেলেন পঞ্জাবের বোলাররা। অন্য দিকে উইকেট পড়লেও অর্ধশতরান করলেন শুভমন। শেষ পর্যন্ত ৬৭ রান করে আউট হলেন তিনি। তত ক্ষণে খেলার ভাগ্য প্রায় নির্ধারণ হয়ে গিয়েছে।
৫) সন্ধ্যার খেলায় টসেই ম্যাচের ভাগ্য অনেকটা ঠিক হয়ে যায়। গুরুত্বপূর্ণ টসে হারলেন ধাওয়ান। পরের দিকে শিশির পড়ায় গুজরাতের ব্যাটারদের কাজটা অনেক সহজ হয়ে গেল।