উচ্ছ্বাস: রশিদের মুখে কেক লাগিয়ে উৎসব ইউসুফের। টুইটার
প্রথমজন জানিয়ে দিচ্ছেন, দল দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে অধিনায়ক হিসেবে তাঁর বিশেষ একটা কাজ নেই। দ্বিতীয়জন চান চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচের পুনরাবৃত্তি। শনিবার উপ্পলে দ্বৈরথের আগে ভিন্ন দুই গ্রহে অবস্থান করছেন ভুবনেশ্বর কুমার এবং রোহিত শর্মা।
চার ম্যাচে তিন জয়। অশ্বমেধের ঘোড়ার গতিতে ছুটতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ভুবনেশ্বর কুমার রয়েছেন ফুরফুরে মেজাজে। তিনি বলেছেন, ‘‘আমার তো অধিনায়ক হিসেবে বিশেষ কোনও কাজই নেই। দারুণ খেলছে দল। আমরা সকলেই সেই গতি ধরে রাখতে চাই।’’
রোহিতের গলায় অন্য সুর। পয়েন্ট টেবলের ছয় নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স দলনায়ক বলছেন, ‘‘শুরু থেকে আগ্রাসী না খেলতে পারলে সানরাইজার্সের মতো দলকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে। শেষ ম্যাচে আমাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিনটেই দারুণ ছিল। আমি সেই ম্যাচের রিপ্লে চাইছি।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
কিন্তু শেষ তিন ম্যাচের নিরিখে আজ, শনিবার এগিয়ে থাকছে সানরাইজার্সই। বিশেষ করে, শেষ দুই ম্যাচে বিধ্বংসী মেজাজে থাকা জনি বেয়ারস্টোই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে মুম্বইয়ের কাছে। যা নিয়ে ইংল্যান্ড তারকা বলেছেন, ‘‘আমি উইকেট নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাই না। বোলারদের কাজ সহজ করতে হলে চাই বোর্ডে বড় রান। ওপেনার হিসেবে আমার কাজ দ্রুত সেই রান তোলা। সেটাই করছি।’’ সেখানেই না থেমে বেয়ারস্টো আরও বলেছেন, ‘‘ব্যাটিংটা নতুন ভাবে উপভোগ করছি। এই ছন্দ ধরে রাখাই আমার প্রধান লক্ষ্য।’’ অধিনায়ক ভুবনেশ্বরও তাঁদের দলের এক নম্বর তারকা সম্পর্কে বলেছেন, ‘‘বেয়ারস্টোকে কিছু বলার প্রয়োজন পড়ে না। কী করতে হবে, সেটা ও খুব ভাল জানে। আমরা শুধু ওর থেকে বড় রান দেখতে চাই।’’
রোহিতও তাঁর প্রতিপক্ষ সম্পর্কে ওয়াকিবহাল। বেয়ারস্টোর পাল্টা জবাব হিসেবে তিনি বাজি ধরছেন হার্দিক পাণ্ড্যকে। শেষ ম্যাচে চেনা ছন্দের হার্দিককে দেখে উল্লসিত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘শেষ ম্যাচে হার্দিক যা খেলেছে, সেটাই আদর্শ মুম্বই ইন্ডিয়ান্স ঘরানার ক্রিকেট। আমার বিশ্বাস, হায়দরাবাদের বিরুদ্ধেও ওকে একই মেজাজে দেখতে পাব।’’ রোহিত আরও জানিয়েছেন, আগে ব্যাটিং করলে ওপেনার হিসেবে তাঁকেও বড় ইনিংস খেলতে হবে। তাঁর মন্তব্য, ‘‘আমি এবং কুইন্টন ডি কক যদি প্রথম পাঁচ ওভারকে ঠিক মতো কাজে লাগাতে পারি, তা হলে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। সেই লক্ষ্য নিয়ে খেলতে হবে।’’ পাশাপাশি রোহিতের দাবি, সানরাইজার্সের মতো তাঁদের দলেও বোলিং বিভাগে অনেক বৈচিত্র রয়েছে। তাকে ঠিক সময়ে কাজে লাগাতে হবে।’’